• ‘পদ্মশ্রী’ পাচ্ছেন বীরভূমের শিল্পী তৃপ্তি, পুরস্কার উৎসর্গ করতে চান মা-কে
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • প্রতি বছরের মতো এ বারেও প্রজাতন্ত্র দিবসের আগে ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপকদের তালিকা প্রকাশিত হলো। সম্মান প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে রয়েছেন সিউড়ির তৃপ্তি মুখোপাধ্যায়। শিল্পকলায় অবদানের জন্য তিনি এ বার ‘পদ্মশ্রী’ সম্মান পাচ্ছেন।

    বাংলার কাঁথা স্টিচ হ্যান্ডিক্রাফট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তৃপ্তি মুখোপাধ্যায়। মা মায়া বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তাঁর কাঁথাস্টিচের কাজ শেখা। তৃপ্তি ২০ হাজারেরও বেশি মহিলাকে হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে তিনি প্রায় ৪০০ জন মহিলাকে এই কাজ শেখাচ্ছেন। তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও ফোন করা হয়েছে বলে জানিয়েছেন তৃপ্তি মুখোপাধ্যায়।

    পদ্মশ্রী পুরস্কার পাওয়ার কথা শুনে তৃপ্তি বলেন, ‘মা মায়া বন্দ্যোপাধ্যায়ের কাছে কাঁথাস্টিচের কাজ শিখেছিলাম। প্রায় ৪০ বছর ধরে আমি এখনও এই কাজ করছি। বিভিন্ন আদিবাসী গ্রামে গিয়ে আদিবাসী মহিলাদের এই কাজ শিখিয়ে স্বনির্ভর করানোর চেষ্টা করছি। আমাকে ভারত সরকার ভারতীয় শিল্পের প্রচারের জন্য বার্মিংহাম, লন্ডন এবং সম্প্রতি জাপানেও পাঠিয়েছিলেন।’

    তবে এটাই প্রথম নয়। এর আগে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। আর এ বার তাঁর ঝুলিতে যুক্ত হবে পদ্মশ্রী। তৃপ্তি বলেন, ‘অনেক দিনের আশা ছিল। খুব ভালো লাগছে। এই পুরস্কার মা-কেই উৎসর্গ করতে চাই।’

  • Link to this news (এই সময়)