• কর্তব্য পথে কুচকাওয়াজ, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, সোমে কোন খবরে নজর?
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • গোটা দেশে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হলো ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর উদযাপন। নয়াদিল্লির কর্তব্য পথে হবে অনুষ্ঠান। সকাল ৯:৩০ নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ’-এ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ৯:৪৫ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পতাকা উত্তোলনের পরে কুচকাওয়াজ অনুষ্ঠান হবে। ইউরোপীয় ইউনিয়নের দুই নেতা— আন্তোনিও কস্তা (ইউরোপীয় কাউন্সিলের সভাপতি) এবং উরসুলা ভন ডের লেয়েন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠান দূরদর্শন-এ সরাসরি সম্প্রচার হবে।

    রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

    রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলী ধর লেনের অফিসে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

    ইতিমধ্যেই জেলায় জেলায় পঞ্চায়েত, বিডিও অফিসে ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। SIR-এর শুনানি প্রক্রিয়া চলছে প্রতিটি জেলায়। SIR সংক্রান্ত সব ধরনের খবরে নজর থাকবে।

    একদিন বিরতি থাকার পর ফের শুরু হচ্ছে WPL। মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্স। ইতিমধ্যেই RCB প্লেঅফে প্রবেশ করেছে। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে মুম্বই। ফলে দৌড়ে টিকে থাকতে গেলে হরমনপ্রীতদের জিততেই হবে। ভদোদরা আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

  • Link to this news (এই সময়)