• নাজিরাবাদে থার্মোকলের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ড। নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় থার্মোকলের গোডাউনে আগুন লাগে। পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে।

    সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ আগুন লাগে। ওই থার্মোকলের গোডাউনের পাশে একটি অনলাইন স্টোরের গোডাউন ছিল। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। দোকানে মজুত ছিল কোল্ড ড্রিঙ্ক এবং আরও অনেক দাহ্য পদার্থ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এর পরে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গোডাউনের ভিতরে কয়েকজন আটকে আছে বলে দাবি স্থানীয়দের। আপাতত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও দমকলের তরফে জানানো হয়।

    দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে এই আগুন লাগল? তা খতিয়ে দেখছে দমকল। গোডাউনের ভিতরে রান্না করা হচ্ছিল বলে জানা যাচ্ছে। গ্যাস থেকেই কি আগুন ধরেছিল? নাকি নেপথ্যে রয়েছে শর্ট সার্কিট বা অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)