• বাড়ছে তাপমাত্রা, চলতি সপ্তাহেই শীতের খেলা শেষ? জানুন আপডেট
    আজ তক | ২৬ জানুয়ারি ২০২৬
  • দেখতে দেখতে জানুয়ারির শেষ সপ্তাহ চলে এল। আর এখনও সকাল এবং ভোরের দিকে শীত রয়েছে। এমনকী রাতের দিকেও কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে। তবে এসবের মাঝে খারাপ খবর হল, ইতিমধ্যেই বাড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রার পারদ। আর সেই ধারা চলতি সপ্তাহে বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। তাই আর দেরি না করে, এই সপ্তাহের আবহাওয়ার আপডেট জানুন।

    হাওয়া অফিস কী জানাচ্ছে? 
    শীত যে একবারে উধাও হয়ে গিয়েছে, এমনটা নয়। তবে তার প্রভাব-প্রতিপত্তি অনেকটাই কমতির দিকে। আর সেটা গোটা বাংলার মানুষ টের পাচ্ছেন। এমন পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে আজ সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ ডিগ্রি সেলেসিয়াস পর্যন্ত। যার ফলে অনুভূত হবে গরম। 

    কেন বাড়ছে তাপমাত্রা? 
    এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নিজেদের বক্তব্য জানিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর সেগুলিই শীত বিদায়ের অনুঘটক হয়ে দাঁড়াচ্ছে। 

    কবে শীত বিদায় শুরু? 
    চলতি সপ্তাহেই শীত বিদায়ের পালা শুরু হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ৩০ তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়লেও শীত অনুভব করা যাবে। তবে এরপরই ঘুরে যাবে আবহাওয়ার খেলা। ৩১ তারিখ থেকে রাজ্যে শীত বিদায়ের পালা শুরু। তাই এখন থেকেই লেপ-কম্বল গুছিয়ে রাখার জন্য তৈরি হন।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
    রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি। আর সেটা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি। আর এমনই ট্রেন্ড ছিল গোটা রাজ্যেই। তবে তারপরও হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে এই সপ্তাহে সামান্য হলেও শীত থাকবে। যদিও সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের হবে না।

    পাশাপাশি এই সময় কলকাতা সহ দক্ষিণের অধিকাংশ জেলার আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির কোনও আশা নেই।

    উত্তরবঙ্গে কী হবে? 
    সোমবার থেকেই উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ বৃদ্ধি পেতে শুরু করেছে। এখানেও ৩ ডিগ্রির মতো বাড়তে পারে তাপমাত্রা। যার ফলে সেখানেও যে ধীরে ধীরে শীত বিদায় হতে চলেছে, এটা সহজেই অনুমেয়। 

    তবে দক্ষিণের জেলাগুলির থেকে উত্তরে বেশি শীত থাকবে। এই পূর্বাভাসও আপাতত দিয়ে রেখেছে হাওয়া অফিস।

    কুয়াশা থাকবে
    শীত কমলেও কুয়াশায় কোনও বিরাম নেই। কমেছে দৃশ্যমানতা। বিশেষত, ভোরের দিকে হচ্ছে সমস্যা। তাই এই সময় বাইরে বেরলে সাবধান হতে হবে।  
      

     
  • Link to this news (আজ তক)