নরেন্দ্রপুরে গোডাউনে বিধ্বংসী আগুন, খোঁজ পাওয়া যাচ্ছে না একাধিক কর্মীর
বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
কলকাতা, ২৬ জানুয়ারি: কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুন। রবিবার মধ্যরাত থেকে জ্বলছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একটি গোডাউন। দীর্ঘ কয়েক ঘণ্টা পরেও তা নেভানো সম্ভব হয়নি। গোডাউনের মধ্যে কয়েকজন কর্মী আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। দমকলের ১০টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত তিনটে নাগাদ প্রথমে একটি ডেকোরেটরের গোডাউনে আগুন লাগে। পাশেই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাউন। সেখান থেকে ছড়িয়ে পড়েছে আগুন। সে সময় কয়েকজন কর্মী গোডাউনের মধ্যে ছিলেন বলে খবরে প্রকাশ। পরিবারের দাবি, সে সময় এক কর্মী ফোন করে বলেছিলেন, ‘আমাদের বাঁচানোর কেউ নেই। বাঁচাও তোমরা।’ কিন্তু বর্তমানে ওই কর্মীর মোবাইল বন্ধ। বাকিদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। ঘটনাস্থলে ছুটে এসেছেন উদ্বিগ্ন পরিবারের লোকজন।