মৃত সদ্যোজাতের রক্তাক্ত মাথা মুখে পথকুকুরকে ঘুরেবেড়াতে দেখার ২৪ ঘণ্টার মধ্যে, ফের রবিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ চত্বরে রক্তমাখা দেহাংশ মুখে নিয়ে কুকুরকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠল। ওই দেহাংশ সদ্যোজাতের কি না, খতিয়ে দেখা হচ্ছে বলেজানান কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে খবর, ২১-২৫ জানুয়ারির মধ্যে হাসপাতালের প্রসূতি বিভাগে তিন সদ্যোজাতের মৃত্যু হয়। পরিজনের হাতে নিয়ম মেনে দেহ তুলে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, প্রসূতি বিভাগ বা মর্গ লাগোয়া এলাকায় কেউ সদ্যোজাতের দেহ মাটির নীচে রেখেছিলেন কি না, দেখা হচ্ছে। সূত্রের দাবি, রাজ্য স্বাস্থ্য প্রশাসনের তরফে বিশদ রিপোর্ট চাওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার কল্যাণ খান বলেন, ‘‘সিসি ক্যামেরার ছবি দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘শিক্ষার সঙ্গে রাজ্যে স্বাস্থ্যেরও জলাঞ্জলি হয়েছে। এ জন্যই প্রতি মাসে কুড়ি লক্ষ মানুষ ভিন্ রাজ্যে চিকিৎসা করাতে যান।’’ জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়ের পাল্টা দাবি, ‘‘আগের আমলে কী হাল ছিল, মনে করে দেখুন। এখন পড়শি রাজ্য থেকে রোগীরা এখানে আসেন।’’