• যানজটে নাকাল শহরকে স্বস্তি দেওয়ার উদ্যোগ, জলপথ পরিবহণে গতি আনতে জোর স্বাচ্ছন্দ্যে
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • এই সময়: যানজটে নাকাল শহর ও শহরতলিকে স্বস্তি দিতে হুগলি নদীকেই ভরসা করতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)–র এলাকার মধ্যে হুগলি নদীর উপরে আধুনিক যাত্রী টার্মিনাল গড়ে েতালার পরিকল্পনা করা হয়েছে।

    ইতিমধ্যেই প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে পরিবহণ দপ্তরের আওতাধীন ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিটিআইডিসিএল)। সরকারি সূত্রে খবর, রাজ্যের পরিবহণ পরিকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় এই প্রকল্প নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার আর্থিক সহায়তার মাধ্যমে অভ্যন্তরীণ জলপথ পরিবহণকে রাজ্যের মূল যাতায়াত ব্যবস্থার সঙ্গে আরও নিবিড় ভাবে যুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য।

    প্রশাসনের কর্তাদের দাবি, জলপথকে কার্যকর বিকল্প হিসেবে তুলে ধরতে না পারলে কলকাতা শহরের যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শহরের যানজট কমানোর জন্য সমীক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলি এমনটাই সুপারিশ করেছে। প্রকল্পের আওতায় হুগলি নদীর তীরে যাত্রী টার্মিনাল নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। যাত্রী ওঠানামার জন্য আধুনিক ব্যবস্থা, টিকিট কাউন্টার, ওয়েটিং রুম, নিরাপত্তা পরিকাঠামোর সুবিধা থাকবে এই টার্মিনালে।

    প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ৪২ কোটি ৬২ লক্ষ টাকা। কাজ শুরু করার ৮ মাসের মধ্যে নির্মাণ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। পরিবহণ দপ্তরের এক কর্তার কথায়, ‘হুগলি নদীতে যাত্রী পরিবহণের সম্ভাবনা অনেক। কিন্তু পরিকাঠামোর অভাবে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। নতুন টার্মিনাল চালু হলে বর্তমান ও ভবিষ্যতের যাত্রী–চাপ সামলানো সহজ হবে।’

  • Link to this news (এই সময়)