এই সময়: আগামী বিধানসভা নির্বাচনে ইস্তেহার তৈরির জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা করেছে বিজেপি। এই কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়কে। শনিবার রাতে এই কমিটি ঘোষণা হতেই আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারা প্রশ্ন তুলেছে তাপসকে কমিটির চেয়ারম্যান করা নিয়ে।
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘বিজেপি নির্বাচনী ইস্তেহার তৈরি করছে। তার জন্য একটি কমিটিও গঠিত হয়েছে। সেই কমিটির মাথায় বসানো হয়েছে তৃণমূল থেকে যাওয়া তাপসকে। অথচ, এই তাপসকেই বিজেপি নেতারা এক সময়ে চাকরি চোর বলে আক্রমণ করতেন।’ উদাহরণ টেনে তাঁর সংযোজন, ‘২০২৪–এ লোকসভা ভোটের আগে তাপসের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল। তখন বিজেপি নেতারা একসুরে তাঁকে নিয়োগ দুর্নীতির মাথা বলে দেগে দিয়েছিলেন। এখন সেই তাসপই বিজেপির ইস্তেহার তৈরির ভার পেয়েছেন। এ ভাবেই হয়তো বিজেপি ‘সুনার বাংলা’ তৈরি করতে চাইছেন। বাংলার মানুষ সব দেখছে।’
যদিও তাপসকে ইস্তেহার কমিটির চেয়ারম্যান পদে বসানো নিয়ে কোনও সমস্যা আছে বলে মনে করছে না গেরুয়া শিবির। বিজেপির যুক্তি, গত দু’বছরে তাপস দলের অনুশাসন এবং সমস্ত সাংগঠনিক রীতিনীতি মেনে একজন শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসেবে কাজ করেছেন। দলের এক বর্ষীয়ান নেতার কথায়, ‘বিজেপির টিকিটে গত লোকসভা নির্বাচনে লড়েছেন উনি। সম্প্রতি তাপসকে বিজেপি দলের রাজ্য সহ-সভাপতি করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ পদ। ফলে উনি কোন দল থেকে এসেছেন, সে সব এখন গৌণ। এখন তিনি রাজ্য বিজেপির সহ-সভাপতি এবং একজন প্রবীণ রাজনীতিক — এই পরিচয়টাই মুখ্য। তাই সেই জায়গা থেকেই তাঁকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে।’
তাপসের পাশাপাশি বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে ইস্তেহার কমিটিতে রাখা হয়েছে। আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। সহ-আহ্বায়ক হয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল। এ ছাড়াও সাংসদ মনোজ টিগ্গা, চিত্তরঞ্জন মণ্ডল, স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া, অমলকান্তি রায়, বৈশালী ডালমিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী দেবজিৎ সরকার কমিটিতে রয়েছেন।