• ছত্তিসগড়ে IED বিস্ফোরণে জখম ১১ জওয়ান, এয়ারলিফ্ট করে আনা হলো রায়পুরে
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • একের পর এক ছয়টি IED বিস্ফোরণ। প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ছত্তিসগড়ে মাওবাদীদের পুঁতে রাখা IED বিস্ফোরণে জখম ১১ জন নিরাপত্তা রক্ষী। ছত্তিসগড়ের বিজাপুরের ঘটনা।

    পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা রক্ষীরা বিজাপুরের কারেগুট্টা পাহাড়ে রবিবার মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে গিয়েছিলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও কোবরা ব্যাটেলিয়নের সদস্যরা। সেই সময়ে মাওবাদীদের পুঁতে রাখা IED বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড-এর ১০ জন এবং সিআরপিএফ-এর কোবরা ব্যাটেলিয়নের একজন।

    সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মির (PLGA) একটি ব্যাটেলিয়ন পাহাড়ে লুকিয়ে আছে বলে খবর ছিল পুলিশের কাছে। তবে এই বিস্ফোরণের পিছনে তাঁদেরই হাত আছে কি না তা এখনও স্পষ্ট নয়। সূত্রের দাবি, অন্তত ১০০ সশস্ত্র জঙ্গি ওই জঙ্গলে গা-ঢাকা দিয়ে আছে।

    বিজাপুর জেলার উসুরের পশ্চিমে মাওবাদীদের ওই দলের খবর পেয়েই শনিবার জেলা রিজার্ভ গার্ড (DRG) কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF)-এর বিশেষ টিম ও কোবরা বাহিনী একটি যৌথ অভিযান চালায়। সেই অপারেশন চলাকালীনই রবিবার বিস্ফোরণের কবলে পড়ে ওই টিম। আহতদের মধ্যে দশজন ডিআরজি-র, এবং একজন কোবরা সাব-ইন্সপেক্টর রয়েছেন বলে জানা গিয়েছে। আহত কোবরা অফিসারের নাম জিডি রুদ্রেশ সিং। তিনি ২০১ ব্যাটালিয়নের একজন সাব-ইন্সপেক্টর। বিস্ফোরণে তিনজন জওয়ানের পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং তিনজনের চোখও জখম হয়েছে বলে খবর।

  • Link to this news (এই সময়)