• বিরিয়ানি কেনা নিয়ে বচসা, বোমাবাজিতে কাঁপল টিকিয়াপাড়া, গ্রেপ্তার ২
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • বিরিয়ানি কেনা নিয়ে শুরু বচসা। তা থেকেই তুমুল ঝামেলা-মারপিট। পরিস্থিতি এমন জায়গায় গড়ায় যে দু’পক্ষের মধ্যে তীব্র মারপিট শুরু হয়। পরে বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ। রবিবার রাত থেকে শুরু হওয়া এই ঝামেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল হাওড়ার টিকিয়াপাড়া।

    হাওড়ার টিকিয়াপাড়ায় একটি বিরিয়ানির দোকানে ঝামেলার শুরু। সূত্রের খবর, রবিবার রাতে দুই জন যুবক বিরিয়ানি কিনতে আসে। তাঁরা মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। সেই কারণে তাঁদের দোকান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে কয়েকজন। তখনই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা বড় আকার নেয়। অভিযোগ, একটি বাড়ির উপর থেকে বোমাবাজি ও ইটবৃষ্টি শুরু হয়। জখম হয়েছে বেশ কয়েকজন। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ।

    প্রজাতন্ত্র দিবসের দিন, অর্থাৎ সোমবার সকাল থেকে চাপা উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ও ব়্যাফ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগের রাতে এই ঝামেলা হওয়ায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এলাকায় কী ভাবে বোমা মজুত হলো, সেই প্রশ্নও উঠছে। টিকিয়াপাড়া এলাকা বরাবরই স্পর্শকাতর এলাকা। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে কোনও উত্তর পাওয়া যায়নি।

    এই ঘটনায় হাওড়া সিটি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, রবিরার রাতে হাওড়া টিকিয়াপাড়া এলাকা একটি বিরিয়ানি দোকানে যুবকের মধ্যে বচসা শুরু হয়। সেখান থেকেই মারপিট শুরু হযয়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও হাওড়া থানা থেকে পুলিশ পৌঁছয় এলাকায়। গোটা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

  • Link to this news (এই সময়)