• টিকিয়াপাড়ায় বিরিয়ানি কেনা নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি-ভাঙচুর
    আজ তক | ২৬ জানুয়ারি ২০২৬
  • হাওড়ার টিকিয়াপাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ। যার জেরে উত্তেজনা এলাকায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় অশান্তি বাড়তে থাকে। ঘটনায় একাধিকজন আহত হয়েছেন বলেও অভিযোগ। এদিকে খবর পেয়ে এলাকায় যায় হাওড়া সিটি পুলিশ। 

    ঘটনার সূত্রপাত রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ। হাওড়ার বেলিলিয়াস রোডের টিকিয়াপাড়ায় প্রচুর মার্কেট রয়েছে। সেখানে একটি দোকানে যান এক ব্যাক্তি। থুতু ফেলাকে কেন্দ্র করে তখন তাঁর সঙ্গে আর একজনের ঝামেলা শুরু হয়। অভিযোগ, দুজনেই মত্ত অবস্থায় ছিলেন। 

    এদিকে সেই ঝামেলা হাতাহাতির আকার নেয়। সেই ঝামেলা ক্রমশ বড় হতে থাকে। এক সময় তা গোষ্ঠী সংঘর্ষের আকার নেয়। এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। বহুতলের উপর থেকে ইট ছোড়াছু়ড়ি শুরু হয়। চলতে থাকে বোমাবাজিও। সেই ভিডিও ভাইরাল হয়। 

    স্থানীয় বাসিন্দাদের দাবি,দুই গোষ্ঠীর লোকজন এলাকার একাধিক বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালায়। যার জেরে এলাকায় ভয়ের বাতাবরণ ছড়িয়ে পড়ে। ওই দুই গোষ্ঠীর মধ্যে এই প্রথম নয়, আগেও ঝামেলা হয়েছে। বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। 

    যদিও কী কারণে এই ঘটনা বা কেন তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও জানা যায়নি। বিরিয়ানির দোকানের তরফেও কিছু বলা হয়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত, এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।

    এলাকাবাসীর দাবি, অত রাত পর্যন্ত দোকান খোলা থাকে সেই কারণে মাঝে মাঝে ঝামেলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ করলে এই সমস্যা হত না।  
  • Link to this news (আজ তক)