রবিবারের পর সোমবারও শহরের পারদ থাকল ১৫ ডিগ্রির ঘরে। প্রজাতন্ত্র দিবসের দিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, যেভাবে তাপমাত্রা ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে ফেব্রুয়ারির শুরু থেকেই গরমের দাপট বাড়তে পারে। কেমন থাকবে এই সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিস যা জানাচ্ছে
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ, হাড়কাঁপানো ঠান্ডার দাপট কমে গিয়ে বাতাসে উষ্ণতার ছোঁয়া মিলবে। তবে এখনই শীত পুরোপুরি উধাও হচ্ছে না, বরং তার তীব্রতা কিছুটা কমবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপট বাড়বে। সঙ্গে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। দুপুরের দিকে শীতের আমেজ খুঁজে পাওয়া দায় হবে। আবহাওয়ার দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। যার জেরে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আবহাওয়ার এমন খামখেয়ালির জন্যেই এ রাজ্যের তাপমাত্রা ওঠানামা করছে। তাই পুরোপুরি শীত না গেলেও, জাঁকিয়ে ঠান্ডার দিন শেষ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু জায়গায় কুয়াশার দাপট দেখা যাবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী আরও তিন-চার দিন। এর ফলে সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ছ’দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। তবে সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে। সকাল ও রাতে হিমেল হাওয়া এবং ঠান্ডার আমেজ ভালোভাবেই টের পাওয়া যাবে। বিশেষ করে এই সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে ঘন কুয়াশার বাড়তি সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই চার জেলায়। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। এ ছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করবে।
কলকাতার আবহাওয়া
প্রজাতন্ত্র দিবসের দিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। তাপমাত্রা বাড়লেও কলকাতায় সকালে শীতের আমেজ রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আশ্বস্ত করেছে, শহর কলকাতায় চলতি সপ্তাহ জুড়ে শীতের আমেজ বহাল থাকবে। আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। সকাল এবং সন্ধ্যার পর থেকে শীতের শিরশিরানি অনুভব করবেন কলকাতাবাসী। এই সপ্তাহে মহানগদীতেও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ ওঠানামা হবে না।
শীতের বিদায় নিযে পূর্বাভাস
জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে সকাল ও রাতে ঠান্ডার মেজাজ বজায় থাকবে। তবে আবহাওয়াবিদদের অনুমান, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে শুরু করবে শীত।