• ভারতের সাফল্য বিশ্বকে আরও সমৃদ্ধ-সুরক্ষিত করেছে, মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের প্রধানের
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি, ২৬ জানুয়ারি: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারত। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই প্রেক্ষাপটে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন ইইউ-র প্রধান উরসুলা ভন ডার লিয়েন। সোমবার তিনি বলেন, ভারতের সাফল্যের হাত ধরে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও সুরক্ষিত হয়েছে গোটা বিশ্ব।গত কয়েক বছরে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা নিয়েছে। বর্তমানে নয়াদিল্লি সফরে এসেছেন উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কোস্টা। এবছরের সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত তাঁরা। ভারত সরকারের আন্তরিক আতিথেয়তায় অভিভূত ইউরোপীয় অতিথিরা। সোশ্যাল মিডিয়ায় উরসুলা ভন ডার লিয়েন লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকা বড় সম্মানের অভিজ্ঞতা। সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ এবং সুরক্ষিত করেছে। আমরা সবাই যার সুফল পেয়েছি।’ 
  • Link to this news (বর্তমান)