কলকাতা, ২৬ জানুয়ারি: আজ দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ৭৭তম সাধারণতন্ত্র দিবস। মূল অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে দিল্লির কর্তব্য পথে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ এই অনুষ্ঠানে উপস্থিত বিদেশি অতিথিরাও। এই বছরের অনুষ্ঠানের থিম হল 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি । দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন সকালে প্রধানমন্ত্রী মোদি এক্স-এ লেখেন, ‘ভারতের সম্মান, গৌরব ও মর্যাদার প্রতীক এই মহান জাতীয় উৎসব আপনাদের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করুক।’অন্যদিকে, দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি সংবিধান রক্ষার বার্তাও দিয়েছেন তিনি। এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সবাইকে সাধারণতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। সংবিধানের মূল আদর্শ ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্ব। আসুন, আমরা সংবিধানের আদর্শ রক্ষার জন্য আবারও অঙ্গীকারবদ্ধ হই।’ মুখ্যমন্ত্রীর পোস্টে শোনা গিয়েছে বহুত্ববাদের জয়গানও।