• বনগাঁয় অনুষ্ঠানে হেনস্তার অভিযোগ মিমি চক্রবর্তীর, অস্বীকার উদ্যোক্তাদের
    বর্তমান | ২৬ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁতে এক অনুষ্ঠানে তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এনিয়ে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও তা মানতে নারাজ উদ্যোক্তরা। তাঁদের পাল্টা দাবি, মিমি চক্রবর্তীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন কোনও ঘটনা ঘটেনি। উল্টে অভিনেত্রীর বিরুদ্ধে বনগাঁর বদনাম করার অভিযোগ এনেছেন তাঁরা। বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গিয়েছে, রবিবার বনগাঁর ঢাকাপাড়ায় একটি অনুষ্ঠান করেন মিমি চক্রবর্তী। সেখানে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ অভিনেত্রীর। ইমেল করে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও উদ্যোক্তাদের বক্তব্য, এদিন রাত সাড়ে দশটায় তাঁর আসার কথা থাকলেও সাড়ে এগারোটা নাগাদ আসেন অভিনেত্রী। মঞ্চে ওঠেন পৌনে বারোটায়। এদিকে রাত বারোটা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। ফলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর উদ্যোক্তারা অনুষ্ঠান বন্ধ করার কথা মাইকে ঘোষণা করেন। সেই সময় মঞ্চে অনুষ্ঠান করছিলেন মিমি। এই ঘটনায় তিনি অপমানিত বোধ করেন বলে আয়োজকদের দাবি। এরপর বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হন। সোশ্যাল মাধ্যমে এ বিষয়ে পোস্টও করেন তিনি। 
  • Link to this news (বর্তমান)