• ‘লাভ ম্যারেজ’ করলেই বন্ধ ধোপা-নাপিত-দুধ, ভাইরাল ফতোয়া
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • যত আপত্তি ‘লাভ ম্যারেজ’ নিয়ে। প্রেম করে বিয়ে করলেই গোটা পরিবারকে একঘরে করে দেওয়ার নিদান দিল পঞ্চায়েত। গ্রামের বাকিদের সঙ্গে কোনওরকম সম্পর্কই রাখতে পারবে না ওই পরিবার। এমনকী দুধ, নাপিত, মুদি, ধোপা-বন্ধ হবে সবকিছুই। ২৬ জানুয়ারি, সারা দেশে যখন প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। মধ্যপ্রদেশের রাতলাম জেলার পাঁচওয়ারা গ্রামে এই ফতোয়া দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে।

    ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন যুবক ভিড়ের মাঝে দাঁড়িয়ে একটি লিখিত বার্তা পড়ে সবাইকে শোনাচ্ছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, এই গ্রামের কোনও পরিবারের ছেলে বা মেয়ে যদি পালিয়ে বিয়ে করে অথবা প্রেম করে বিয়ে করে, তা হলে সেই পরিবারকে সামাজিক ভাবে সম্পূর্ণ একঘরে করে দেওয়া হবে।

    যে ফতোয়া দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ওই পরিবারটিকে গ্রামের কোনও অনুষ্ঠানে ডাকা যাবে না, ওই পরিবারে দুধ বিক্রি করা যাবে না, ধোপা, নাপিত বন্ধ করা হবে, মুদিখানার কোনও জিনিস বিক্রি করা যাবে না। বলা হয়েছে, ওই পরিবারের সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ রাখা যাবে না। ধর্মীয় আচার-অনুষ্ঠানে পৌরহিত্য করাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই পরিবারের কাউকে কোনও কাজ দেওয়া যাবে না। গ্রামের কোনও পরিবার যদি ওই পরিবারের পাশে দাঁড়ায়, তাহলে তাদেরও এ ভাবেই একঘরে করা হবে। গ্রামের কোনও তরুণ-তরুণী নিজের পছন্দে বিয়ে করার সময়ে, গ্রামের কেউ যদি সাহায্য করে, সাক্ষ্যদান করে কিংবা আশ্রয় দেয়, তাহলে তাঁদেরও বয়কট করা হবে বলে ঘোষণা করা হয়েছে

    ভাইরাল ভিডিয়োয় ৩টি পরিবারের নাম উল্লেখ করে ফতোয়া জারি করতে শোনা গিয়েছে। ওই ৩টি পরিবারকে পুরোপুরি বয়কট করার ডাক দেওয়া হয়েছে। গ্রামের কেউ যাতে তাঁদের পাশে না দাঁড়ায়, তার জন্য হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

    সংবাদমাধ্যম সূত্রের খবর, ভিডিয়ো ভাইরাল হতেই পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। এ ভাবে কোনও খাপ পঞ্চায়েত বসানো যায় না এবং এ ভাবে বয়কটের ডাক দেওয়া সংবিধান বিরোধী বলে জানানো হয়েছে। SDOP সন্দীপ মালব্য এলাকায় গিয়েছেন, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হলে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন।

  • Link to this news (এই সময়)