• দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক মঙ্গলবার, কোন কোন কাজে পড়বে প্রভাব?
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ২৭ জানুয়ারি, মঙ্গলবার। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-সহ একাধিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। এর জেরে মঙ্গলবার দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। তবে দেশের বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের প্রভাব নাও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    দেশের বিভিন্ন রাজ্যে গত তিন ধরেই বন্ধ রয়েছে ব্যাঙ্ক। মঙ্গলবার ধর্মঘট হলে টানা চারদিন ব্যাঙ্কের শাখায় তালা ঝুলবে। ব্যাঙ্ক স্ট্রাইট সফল হলে পশ্চিমবঙ্গে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ ২৩ জানুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে ছুটি ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাঙ্কের শাখায়। মাসের চতুর্থ শনিবার হওয়ায় ২৪ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ ছিল। ২৫ জানুয়ারির রবিবার হওয়ায় ব্যাঙ্ক ছিল বন্ধ। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জন্য ব্যাঙ্ক বন্ধ রয়েছে।

    দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিলে ব্যাঙ্কের শাখাগুলিতে কোনও পরিষেবা মিলবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইউকো ব্যাঙ্কের মতো একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিত্যদিনের কাজ থমকে থাকবে। তবে এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, কোটাক মাহিন্দ্রার মতো বেসরকারি ব্যাঙ্কগুলি এই ধর্মঘটে সামিল নাও হতে পারে।

    মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধ থাকলে ক্যাশ ডিপোজ়িট, চেক ক্লিয়ারেন্স, লোন অ্যাপ্রুভালের মতো কাজ হবে না। অ্যাকাউন্ট সংক্রান্ত পেপারওয়ার্কও করা যাবে না। তবে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকরা এটিএম-এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। ইউপিআই লেনদেন করতে পারবেন। এর পাশাপাশি ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও লেনদেন করতে পারবেন।

  • Link to this news (এই সময়)