চিন বলল, ‘ভালো বন্ধু ও প্রতিবেশী’। আমেরিকা বলল, ‘ঐতিহাসিক বন্ধন’। প্রজাতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দুই শক্তিধর রাষ্ট্রের।
নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের তরফে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। ট্রাম্প সেই বার্তায় বলেন, ‘আমেরিকার পক্ষ থেকে ভারত সরকার এবং সে দেশের জনগণকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আন্তরিক অভিনন্দন জানাই। বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকা ও ভারতের মধ্যে ঐতিহাসিক বন্ধন রয়েছে।’
প্রজাতান্ত্রিক দিবসে ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে ভারত ও চিনকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে বর্ণনা করেছেন। চিনের রাষ্ট্রপতি আরও জানান, দুই দেশের সম্পর্ক উভয় দেশের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে। নয়াদিল্লি-বেজিংয়ের সুসম্পর্ক উভয় দেশের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে সহায়তা করবে।
গত কয়েক মাস ধরেই ট্যারিফ নিয়ে টানাপোড়েন চলছে ভারত ও আমেরিকার। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ‘শাস্তিমূলক’ শুল্ক চাপানোর দৌড়ে নেমে পড়ে আমেরিকা। অন্য দিকে, কয়েকমাস আগেই সাংহাই সম্মেলনে চিন ও রাশিয়ার সঙ্গে ভারতের সখ্যতা দেখেও তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন ট্রাম্প। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতেও কৌশলগত পদক্ষেপ করছে দুই দেশ।
অন্য দিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য কাছাকাছি আসতে শুরু করেছে নয়াদিল্লি ও বেজিং। সীমান্ত সমস্যা দূর করতে এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ দমনে দুই দেশ বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথাও জানিয়েছে। কূটনৈতিক সম্পর্কের ওঠানামার মাঝেই প্রজাতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুত্বপূর্ণ বার্তা দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের।