• টোটো থেকে ছিটকে পড়ে মর্মান্তিক পরিণতি শিশুর, পিকনিকে গিয়ে বাবা-মায়ের সামনেই অঘটন
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • পিকনিক করতে গিয়ে টোটো থেকে ছিটকে পড়ে বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু এক শিশুর। মৃত শিশুর নাম ঐন্দ্রিলা ঘোষ (৪)। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটে নদিয়ার কল্যাণী থানা এলাকায়। বাসের চালককে আটক করেছে পুলিশ।

    বরাহনগর নপাড়া থেকে মা-বাবার সঙ্গে কল্যাণীর পিকনিক গার্ডেনে গিয়েছিল ঐন্দ্রিলা। সকালে ব্রেকফাস্ট করেই কল্যাণী শহর ঘুরতে বেরিয়ে যান সকলে। টোটোয় চেপে যাওয়ার সময়েই ঘটে দুর্ঘটনা। প্রতক্ষদর্শীদের দাবি, বাম্পারের ঝাঁকুনিতে টোটোর পিছনের আসন থেকে ছিটকে পড়ে যায় শিশুটি। সেই সময়েই পিছন থেকে একটি বাস এসে পিষে দেয় শিশুটিকে।

    গুরুতর জখম অবস্থায় শিশুটিকে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ঐন্দ্রিলা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বাসটিকে আটক করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)