• তমলুকে শিক্ষিকার দেহ উদ্ধারের ঘটনায় জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
    এই সময় | ২৬ জানুয়ারি ২০২৬
  • হোটেলের ঘরে শিক্ষিকার দেহ উদ্ধার হয়েছিল শনিবার। পূর্ব মেদিনীপুরের তমলুকের রামতারকহাট এলাকায় জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় সোমবার তুলকালাম হয়। হোটেলে ভাঙচুরের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার লোকজন।

    বেসরকারি স্কুলের ওই শিক্ষিকার পরিবারের অভিযোগ, শিক্ষিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনায় বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ও সামনে এসেছে। ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে রবিবারই জানিয়েছিলেন, ওই হোটেলের একটি ঘর থেক দীর্ঘ সময় সাড়াশব্দ না মেলায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে। এর পরে তদন্তে নেমে বীরবাহু মান্না নামে এক যুবকের খোঁজ মেলে। পাঁশকুড়ায় মাসির বাড়িতে লুকিয়ে ছিলেন। এ দিকে পুলিশ যেতেই গ্রেপ্তারি এড়াতে বিষ পান করে ফেলেন। আত্মীয়রা তমলুক হাসপাতালে নিয়ে যান। সম্পর্কের টানাপড়েনে খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

    তবে এই ঘটনাকে সামনে রেখে সোমবার তুমুল অশান্তি শুরু হয়। ওই হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধ কাজ চলে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তারই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিশাল টিম আসে। হোটেল মালিককে গ্রেপ্তারের দাবি ওঠে।

  • Link to this news (এই সময়)