• কদম গাছের মাথায় বসে যুবক, নাকাল পুলিশ, অফার করা হলো এক বোতল মদ, তার পর...
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৬
  • এক হাতে লাঠি, অন্য হাতে ব্যাগ। মাটি থেকে অন্তত ৫০ ফুট উপরে কদম গাছের মগডালে বসে এক যুবক। সোমবার সকালে এমন ছবি নদিয়ার শান্তিপুর থানার উদয়পুর। আর তা দেখেই হুলস্থুল পড়ে গোটা এলাকায়। যেখানে ওই ঘটনাটি ঘটেছে তার সামনেই উদয়পুর প্রাথমিক বিদ্যালয়। প্রজাতন্ত্র দিবসের দিন বন্ধ ছিল স্কুল। তার মধ্যেই এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেখতে পান মগডালে ওই যুবক বসে আছেন। কী ভাবে অত উপরে তিনি উঠেছিলেন, তা কেউ জানে না। স্থানীয়রা বার বার ওই যুবককে নেমে আসার অনুরোধ জানান। কিন্তু কিছুতেই তিনি রাজি হচ্ছিলেন না। এর পরে বিষয়টি জানানো হয় শান্তিপুর থানায়। তার পরে এলাকায় আসেন পুলিশকর্মী ও দমকল দপ্তরের কর্মীরা। স্থানীয়দের দাবি, যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা গাছে উঠে কাছাকাছি যেতে ভয় পাচ্ছিলেন। দীর্ঘক্ষণ ধরে তাকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু যুবক নাছোড়বান্দা, কোনওমতেই নামতে রাজি হননি। সমস্ত আবেদন-নিবেদন বৃথা যায় দমকল ও পুলিশের।

    স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় দু’ঘণ্টার চেষ্টার পরে একটি দোকান থেকে এক বোতল মদ এনে দেখানো হয় ওই যুবককে। বেশ কিছুক্ষণ টালবাহানার পরে শেষ পর্যন্ত ওই যুবক মদের লোভে গাছ থেকে নামেন। এরপর পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনাটি জানাজানি হতেই শান্তিপুরের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই ব্যক্তির খোঁজ করতে শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। কোনও সুযোগে গাছের ওপরে উঠে গিয়েছিল।

  • Link to this news (এই সময়)