• রাজৌরিতে ল্যান্ডমাইন বিস্ফোরণ, গুরুতর জখম এক জওয়ান, ভর্তি হাসপাতালে
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৬
  • জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে ল্যন্ডমাইন বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে সেনা।

    সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার কেরি সেক্টরে টহল দিচ্ছিলেন সেনা জওয়ানরা। সেই সময়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন এক জওয়ান। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। কী ভাবে ল্যান্ডমাইন ফাটল, জানা যায়নি তাও।

    সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশ রুখতে সীমান্ত বরাবর ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়। বৃষ্টি বা ধসের কারণে মাটি সরে গেলে ল্যান্ডমাইনের অবস্থান বদলে যায়। তখন এই ধরনের দুর্ঘটনা ঘটে। এ দিনও এমন কিছু ঘটে থাকতে বলে অনুমান করা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

  • Link to this news (এই সময়)