• ১০০ কোটির ক্লাবের দোরগোড়ায় গ্রামীণ এলাকার অনলাইন সম্পত্তি কর
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
  • প্রীতেশ বসু, কলকাতা: মাত্র এক বছরেই ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে গ্রামীণ এলাকার অনলাইনের মাধ্যমে সম্পত্তি কর আদায়। বিগত কয়েক বছরে একাধিক অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। যার মধ্যে অন্যতম হল অনলাইনে সম্পত্তি কর সংগ্রহের এই ব্যবস্থা। যার জেরে আর পঞ্চায়েত অফিসে গিয়ে সম্পত্তি কর জমা দেওয়ার প্রয়োজন পড়ে না। মোবাইলে একটি ক্লিকেই জমা পরে যায় বাড়ির সম্পত্তি কর। আবার বাড়ি বাড়ি গিয়ে কর আদায়কারীরাও একেবারে ডিজিটাল মাধ্যমে সম্পত্তি কর আদায় করে। এর আগে কতজন সম্পত্তি কর জমা দিচ্ছে। আর কোন কোন ক্ষেত্রে সম্পত্তি কর বাকি রয়েছে, তা বুঝতে যথেষ্ট সমস্যা হতো। তবে অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় একেবারে জেলাভিত্তিক সম্পত্তি কর সংক্রান্ত সমস্ত তথ্যই রাজ্যস্তর থেকে দেখে নেওয়া যায় এক ক্লিকেই। এখনও পর্যন্ত সম্পত্তি কর পোর্টালে আপলোড হওয়া তথ্য অনুযায়ী রাজ্যের গ্রামীণ এলাকায় রয়েছে ১ কোটি ৯২ লক্ষ কর দাতা। ইতিমধ্যে ৯৪ কোটি ১৬ লক্ষ ২৫ হাজার ১২ টাকা আদায় হয়ে গিয়েছে অনলাইন পোর্টালের মাধ্যমে। ফলে আর কয়েক দিনের মধ্যেই এই অঙ্ক ১০০ কোটিতে ছোঁয়া এবার শুধু সময়ের অপেক্ষা বলেই জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ইউপিআই ব্যবহার করে এই কর জমা দেওয়ারও ব্যবস্থা চালু করা হয়েছে। উত্তরবঙ্গের কিছু পঞ্চায়েত ছাড়া প্রতিটি পঞ্চায়েতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। বাকিগুলিতেও দ্রুত এই ব্যবস্থা চালু হবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে বলেই জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)