• ২৮ জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা, ‘বাড়ি উৎসব’ ঘিরে বেনজির আয়োজন
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
  • অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ২৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে সভা করবেন। সেদিন হুগলির জেলার প্রতিটি ব্লক সদর, প্রতিটি পঞ্চায়েতে সভা হবে। অর্থাৎ হুগলি জেলাজুড়ে কার্যত শতাধিক সভা হবে। মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভাকে কেন্দ্র করে গুচ্ছ গুচ্ছ সভার ওই পরিকল্পনাকে ঘিরে জেলায় তুমুল তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই দিন মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে রাজ্য সরকারের বাড়ি প্রকল্প ‘আমার বাড়ি’র অনুমোদন দেবেন। সেই অনুষ্ঠানকে ঘিরেই পঞ্চায়েতে পঞ্চায়েতে ছোট ছোট উপভোক্তা জমায়েত করা হবে। ওইটি প্রশাসনিক পরিকল্পনা। কিন্তু তাতে জেলাজুড়ে অসংখ্য ছোট ছোট সভা হবে, যা একটি প্রায় বেনজির ঘটনা হবে। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, আমার বাড়ি রাজ্য সরকারের ল্যান্ডমার্ক প্রকল্প। মনে রাখতে হবে, কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে টাকা দেয়নি। রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার নাগরিকদের সম্মানের সঙ্গে নিজের বাড়ি করে দেওয়ার কাজ আমাদের নেত্রী করেছেন। ফলে, বাংলার সম্মানের, মাথা উঁচু করে ধরার প্রকল্পকে সবার কাজে পৌঁছে দিতেই বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকার চায়, সবাই একইদিনে বাড়ির অনুমোদন পেয়ে যাক। তাই ছোট ছোট সভা হবে। নাগরিকরা বসতির কাছেই পঞ্চায়েত অফিস থেকে নতুন বাড়ির অনুমোদন পেয়ে যাবেন। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, কিছুদিন আগে মানুষকে ভাঁওতা দিতে দেশের প্রধানমন্ত্রী গোটা রাজ্যের লোক ডেকে এনে সভা করেছেন। সেখানে শিল্প দেবেন বলে প্রচার করে কথাশিল্প শুনিয়েছেন বিশ্বগুরু। আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করতে চান, ভাঁওতা দিতে চান না। সব মানুষকে সিঙ্গুরে নিয়ে যেতেও আমরা চাই না। সেই কারণেই ছোট ছোট পকেটে উপভোক্তা সভা করা হচ্ছে। সেদিন হুগলি তো বটেই গোটা বাংলাজুড়ে নতুন বাড়ি পাওয়ার বাঙালি উৎসব হবে। সেই উৎসবে সকলকে সামিল করতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।পঞ্চায়েত কর্তা, শাসকদলের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, হুগলির প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে পাঁচশো উপভোক্তাকে হাজির করা হবে। আগে থেকে আমার বাড়ির অনুমোদন, আর্থিক বরাদ্দের খতিয়ান তৈরি রাখা হবে। প্রতিটি সভায় মুখ্যমন্ত্রীর মূল সভা বা সিঙ্গুরে আয়োজিত রাজ্যস্তরের সভার লাইভ টেলিকাস্টের ব্যবস্থা রাখা হবে। আক্ষরিক অর্থেই ওই দিনটিকে বাড়ি প্রাপ্তির এক নতুন উৎসবের চেহারা দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। 
  • Link to this news (বর্তমান)