• দেওয়াল পত্রিকায় ফুটল স্বাধীনতার লড়াই, জেলবন্দিদের আঁকা ছবি বিক্রি হবে সরকারি মেলাতেও
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
  • সুকান্ত বসু, কলকাতা: মেদিনীপুর, প্রেসিডেন্সি, আপিুর সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় জেলের অন্দরে বহু স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি হয়েছিল। তাঁদেরকে স্মরণ করেই এবার নেতাজী জয়ন্তীতে রা঩জ্যের বিভিন্ন কেন্দ্রীয় ও উপ সংশোধনাগারে বন্দিরা আপন মনে আঁকেন বিভিন্ন ছবি। তাঁদেরকে উৎসাহ দিতে হাজির ছিলেন বিভিন্ন জেলের আধিকারিকরা। বন্দিরা সেই ছবিতে তুলে ধরেন স্বাধীনতা সংগ্রামীদের নানান ছবি ছাডাও রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের ছবি। কোথাও বন্দিরা ফুঁটিয়ে তোলেন নানা প্রাচীন জেলের ছবিও।                                    কারা দপ্তর সূত্রের খবর, সেরা ছবিগুলি আগামী দিনে জেলের অনুষ্ঠান বা সরকারি মেলায় বিক্রি করা হবে বলে জেল সূত্রে জানা গিয়েছে। এর আগেও বন্দিরা নানা বিষয় ছবি এঁকে সুনাম কুড়িয়ে ছিলেন। তাঁদের ছবি বিক্রি হয়েছিল অনলাইনেও। বিভিন্ন মহল থেকেও পুরষ্কৃতও হন তাঁরা। তাঁদের বেশ কিছু ছবি ভিনরাজ্যের প্রদর্শনীতেও গিয়েছিল। তখনও সুনাম কুড়িয়েছিল দমদম, প্রেসিডেন্সি, মেদিনীপুর, বহরমপুর প্রভৃতি জেল।এবার নেতাজি জয়ন্তীতে প্রেসিডেন্সি জেলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলের অন্দরে বিপ্লবীদের স্মৃতিসৌধগুলিকে সাজিয়ে তোলা হয়। ‘বিপ্লবী অরবিন্দ ঘোষের ঩সেল’ আলোর মালায় সাজিয়ে তোলা হয়। নেতাজির জীবন কাহিনী নিয়ে চলে নানা আলোচনা, গান, শ্রুতিনাটক। বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিরা তাঁকে  নিয়ে কবিতা পাঠ করেন। কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে, নেতাজি জয়ন্তী উপলক্ষে বিভিন্ন কেন্দ্রীয় ও উপ সংশোধনাগারের বন্দিরা বার করেন দেওয়াল ম্যাগাজিন। সেখানে জেলের আবাসিকরা কলমে ফুটে ওঠে নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, প্রফুল্ল চাকি সহ বহু বিপ্লবীর জীবনকথা ও বিভিন্ন তথ্যমূলক লেখা। বেশ কিছু বন্দি সাদা কালো রঙে ছুপিয়ে তোলেন বিভিন্ন শিল্প, সংস্কৃতি বিষয়ক ছবিও।এদিকে, কারাদপ্তর সূত্রের খবর, ২৩ জানুয়ারি নেতাজী জয়ন্তী উপলক্ষে বিভিন্ন জেল চত্বরে স্বাধীনতা ফলক  সেখানে যেখানে রয়েছে, সেই চত্বর রং করা এবং ফুল দিয়ে সাজানোর কাজটি করে থাকেন বন্দিরাই। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আগাগোড়া জেল বন্দিরাই মুখ্য ভূমিকা পালন করেন। অনুষ্ঠান চলে ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পর্যন্ত।
  • Link to this news (বর্তমান)