• পথশ্রী প্রকল্পে বেহাল রাস্তা সংস্কারের অনুমোদন, খুশি এলাকাবাসীরা
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
  • শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: দীর্ঘদিন ধরে অশোকনগরের কল সেন্টার থেকে নৈহাটি রোড সংযোগকারী রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। একাধিকবার সংস্কার করা হলেও তা টেকসই না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। অবশেষে দেড় কিলোমিটার রাস্তা কংক্রিটের ব্লক দিয়ে তৈরির উদ্যোগ নিল পুরসভা। পথশ্রী ৪ প্রকল্পের আওতায় প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের অনুমোদন মিলেছে। এতে খুশি সাধারণ মানুষ। জানা গিয়েছে, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কল সেন্টার থেকে নৈহাটি রোড সংযোগকারী রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। একাধিকবার সংস্কার করা হলেও তা টেকসই না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। আর এই রাস্তা ব্যবহার করেই তিন নম্বর শ্মশান সহ অশোকনগর থানায় যাতায়াতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে সেই বেহাল রাস্তার স্থায়ী সমাধান হতে চলেছে। এই ব্লক ব্যবহার করে রাস্তা নির্মাণ হলে বর্ষাকাল সহ যে কোনো আবহাওয়াতেই রাস্তার স্থায়িত্ব বজায় থাকবে বলে আশা করছে দপ্তর। পাশাপাশি ভারি যান চলাচলেও ক্ষতির আশঙ্কা থাকবে না। ক’দিন আগেই এই রাস্তার উদ্বোধন করেছেন পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার সহ অনান্যরা। এনিয়ে প্রবোধবাবু বলেন, মানুষের দাবিকে মেনে এই রাস্তাকে গুরুত্ব দিয়ে করা হবে। বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর উদ্যোগে এই পরিষেবা মিলেছে। এদিকে স্থানীয় বাসিন্দা রাজা মজুমদার বলেন, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিকবার সারাই হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এই কংক্রিটের ব্লকে রাস্তা আরও টেকসই হবে। এনিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামীর কথায়, মানুষ আমাকে এই রাস্তাটি নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন। যেহেতু এটা অনেকটা বড় রাস্তা তাই দেরি হল। কংক্রিটের ব্লকের এই রাস্তার ফলে মানুষের অভিযোগের স্থায়ী সমাধান হবে।
  • Link to this news (বর্তমান)