বম্বে হাইকোর্টের নাম করে ভুয়ো ওয়ারেন্ট, ডিজিটাল অ্যারেস্টে ৩০ লক্ষ খোয়ালেন বাগুইআটির বৃদ্ধা
বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
অলকাভ নিয়োগী, বিধাননগর: হঠাৎ, ফোন! রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে হুমকি—‘আপনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কেস রয়েছে’! পরিচয় জিজ্ঞাসা করতেই হুমকি দেওয়া ব্যক্তির জবাব, তিনি মুম্বই পুলিশের অফিসার! আচমকা ‘পুলিশে’র ফোন পেয়ে হকচকিয়ে যান বাগুইআটির এক বৃদ্ধা। ততক্ষণে প্রতারকরা আরও এক ধাপ এগিয়ে যায়। তারা বম্বে হাইকোর্টের নাম করে একটি ভুয়ো অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়ে দেয়! তাতে আরও ভয় পেয়ে যান তিনি। তারপরই ডিজিটাল অ্যারেস্ট। প্রতারকদের খপ্পরে পড়ে যান বৃদ্ধা। তিনি সত্যি ভেবে বসেন। তাই প্রতারকদের কথায় তিনি প্রায় ৩০ লক্ষ টাকা পাঠিয়েও দেন! পরে বুঝতে পারেন, প্রতারণার শিকার। ওই বৃদ্ধা এ ব্যাপারে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত বৃদ্ধার বয়স ৬৩ বছর। তিনি বাগুইআটি থানার অন্তর্গত একটি আবাসনে থাকেন। প্রথমে প্রতারকরা তাঁকে মুম্বই পুলিশের অফিসার পরিচয় দিয়ে ফোন করে। তারপর দ্বিতীয় দফায় প্রতারকরা সিবিআই অফিসার পরিচয় দিয়ে তাঁকে ফোন করে। মানি লন্ডারিংয়ের মামলা আছে বলে ভয় দেখায়। তাতে ভয়ও পেয়ে যান ওই বৃদ্ধা। যেহেতু মানি লন্ডারিংয়ের মামলা, তাই প্রতারকরা বলে, আপনার অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ, আমাদের কাছে পাঠান। আমরা যাচাই করে দেখব। সবকিছু ঠিক থাকলে টাকা আবার আপনার অ্যাকাউন্টে ফেরতও পাঠিয়ে দেওয়া হবে। যদি টাকা না পাঠান, তাহলে সশরীরে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়। তাই টাকা পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন সর্বস্ব খুইয়েছেন!পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের কথায়, দিন দিন বাড়ছে ডিজিটাল অ্যারেস্ট। প্রবীণ নাগরিকদেরকেই টার্গেট করছে প্রতারকরা। চলতি মাসে একাধিক অভিযোগ দায়ের হয়েছে বিধাননগরে। প্রতারিতরা প্রত্যেকেই বয়স্ক বৃদ্ধ অথবা বৃদ্ধা। এর মধ্যে অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিকও রয়েছেন। অথচ, ভারতীয় আইনে ডিজিটাল অ্যারেস্ট বলে বাস্তবে কোনও গ্রেপ্তারি নেই! সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র বার বার প্রচার চালানো হচ্ছে। কিন্তু, সেই প্রচারের পরেও বহু মানুষ এই ফাঁদে পড়ছেন। তাই পুলিশ, সিবিআই, কাস্টমস, টেলিকম প্রভৃতির নামে ফোন পেলে সতর্ক হন। প্রয়োজনে পুলিশের সাহায্য নিন। ফোনে ভয় পেয়ে কোনওভাবেই আর্থিক লেনদেন করবেন না। তাহলেই সর্বস্ব খোয়াতে হতে পারে।