বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম তাঁর রাজ্য সফর। সূচি অনুযায়ী, ২৭ ও ২৮ জানুয়ারি তিনি বাংলায় থাকবেন। দলের একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।দলের সংগঠন মজবুত করা এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগই এই সফরের মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে খবর।
বাজেটের আগে সব দলের সঙ্গে বৈঠক সেরে নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে আইন প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় সরকার এ দিন একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল।SIR নিয়ে রাজ্যজুড়ে যে উত্তেজনা ক্রমশ চড়ছে, তার মধ্যে রাজ্যের CEO মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
WPL-এ নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে গুজরাট জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই সংগ্রহ ছয় ম্যাচে ছয় পয়েন্ট। তাই প্লে-অফে যাওয়ার দৌড়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। জয় তুলে নিতে মরিয়া দুই দলই। ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু খেলা। কোটাম্বিতে BCA স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ।