ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোনারপুরে। জানা গিয়েছে, পারিবারিক সূত্রে তরুণীর পরিবারের সঙ্গে পরিচয় ছিল অমিত দে নামে ওই আধিকারিকের। সেই সুযোগ নিয়েই কয়েক বছর ধরে তরুণীকে ধর্ষণ করেছেন ওই আধিকারিক, এমনই অভিযোগ। এমনকি তরুণীর সঙ্গে আপত্তিকর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হতো বলেও অভিযোগ। সম্প্রতি তরুণীর বিয়ের আয়োজন শুরু হলে ঘটনা প্রকাশ্যে আসে। সোমবার অমিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। তার ভিত্তিতে অমিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তরুণীকে পুলিশকে জানান, তাঁর বাবা প্লাম্বার। ২০১৯ সালে অমিতের বাড়িতে তাঁর বাবা পাইপলাইনের কাজের জন্য গিয়েছিলেন। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সময়েই অভিযুক্ত ওই তরুণীকে একাধিকবার বাড়ি থেকে দূরে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তরুণীর দাবি, সেই সময়ে তিনি নাবালিকা ছিলেন। তাঁর বিকৃত ছবি এবং ভিডিয়ো পরিবারের সদস্যদের দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেলও করা হয়।
সম্প্রতি তরুণীর বিয়ে ঠিক হলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্ত নিজেই পাত্রের বাড়িতে গিয়ে এই ঘটনার কথা জানিয়েছে বলে দাবি তরুণীর। এর পরে বিয়ে ভেঙে গেলে সোমবার তরুণীর পরিবার সোনারপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই অভিযুক্ত অমিত দেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত বিবাহিত এবং তার সন্তানও রয়েছে।