• লিথাল ইঞ্জেকশন দিয়ে ফের ২০০ পথকুকুর খুনের অভিযোগ, তেলঙ্গানায় মৃতের সংখ্যা বেড়ে ১১০০
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৬
  • তেলঙ্গানায় পথকুকুর খুনের ঘটনা অব্যাগত। সেখানে ফের ২০০ পথকুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ। এ বারের ঘটনাস্থল হানমকোন্ডা। সূত্রের খবর, গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে ওই রাজ্যে এখন পর্যন্ত ১১০০-র বেশি কুকুরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই ঘটনায় সোমবার পশুপ্রেমী সংস্থার কর্মী আদিলাপুরম গৌতম শায়মপেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    করিমনগরের ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি আদিলাপুরম গৌতম জানিয়েছেন, পথকুকুর মৃত্যুর ঘটনায় তাঁদের সংস্থার তরফে একাধিক জায়গায় তদন্ত চালানো হয়। গ্রামবাসীর সঙ্গে কথা বলে তাঁরা জানতে পারেন, পঞ্চায়েত প্রধানের উসকানিতেই গণ হারে পথকুকুর মারা হচ্ছে।

    আদিলাপুরম গৌতম আরও জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর থেকে পথকুকুর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। মৃত কুকুরের দেহগুলো মাটির নীচে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। গৌতম এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

    শায়মপেট থানার পুলিশ জানিয়েছে, নতুন করে দায়ের করা অভিযোগের সঙ্গে আগের ঘটনাগুলিরও তদন্ত চলছে। এর আগে হানমকোন্ডা জেলার শায়মপেট এবং আরেপল্লি গ্রামে কমবেশি ৩০০ পথকুকুর হত্যার ঘটনায় FIR দায়ের করা হয়েছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই দু'জন মহিলা সরপঞ্চ এবং তাঁদের স্বামী-সহ মোট নয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।

    তেলঙ্গানার বিভিন্ন এলাকার থেকে একের পর এক পথকুকুর হত্যার অভিযোগ পাওয়া যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের কাছে পথকুকুরের উৎপাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এখন সুপরিকল্পিত ভাবে এই নিধনযজ্ঞ চালানো হচ্ছে।

    উল্লেখ্য, এর আগে ইয়াচারাম গ্রামে ১০০টি কুকুর হত্যার অভিযোগে সরপঞ্চ ও পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে কামারেড্ডি জেলায় প্রায় ২০০টি কুকুর হত্যার দায়ে পাঁচজন সরপঞ্চ-সহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জগতিয়াল জেলার পেগাদাপল্লী গ্রামেও ৩০০টি কুকুরকে একই ভাবে বিষাক্ত ইনজেকশন দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। সেখানেও সরপঞ্চ এবং পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। প্রতিটি ক্ষেত্রেই বিষাক্ত ইনজেকশন ব্যবহার করার খবর পাওয়া গিয়েছে।

  • Link to this news (এই সময়)