• আলিপুরদুয়ারে চিতার আক্রমণে আহত ৭
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের চিতাবাঘের হামলায় আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার জেলায়। ফালাকাটা থানার অন্তর্গত ধনিরামপুর–১ গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিতাবাঘের আক্রমণে কমপক্ষে সাত জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন।

    শনিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার পিটুনিতে শেষ পর্যন্ত মৃত্যু হয় চিতাবাঘটির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে আচমকাই ধনিরামপুর এলাকার কলি নদীর সেতুর কাছে লোকালয়ে ঢুকে পড়ে একটি চিতাবাঘ।

    অতর্কিতে আক্রমণ করে সামনে পাওয়া সাত জন গ্রামবাসীকে কামড়ে ও আঁচড়ে জখম করে সে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

    ঘটনায় এলাকায় হুলুস্থুল পড়ে যায় এবং আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। অভিযোগ, চিতাবাঘটি তখনও আরও গ্রামবাসীর দিকে তেড়ে যাচ্ছিল।

    সেই সময় উত্তেজিত জনতা লাঠি, বাঁশ-সহ বিভিন্ন জিনিস দিয়ে চিতাবাঘটিকে ঘিরে ধরে পিটুনি দেয়। কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি নিথর হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    আহত সাত জনকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল ও বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের চিকিৎসা চলছে এবং কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    ঘটনার খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত চিতাবাঘটির দেহ উদ্ধার করেন। এলাকায় আপাতত উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বনদপ্তর যৌথভাবে নজরদারি চালাচ্ছে।

    জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও জানান, ‘আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধনিরামপুর গ্রামে একটি চিতাবাঘ ঢুকে পড়েছিল। চিতার হামলায় সাত জন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেটিকে ইচ্ছাকৃতভাবে পিটিয়ে মারা হয়েছে, না কি আত্মরক্ষার উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি তদন্তাধীন এবং বাঘটির মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।’

    বনাঞ্চল সংলগ্ন এলাকায় বারবার বন্যপ্রাণীর লোকালয়ে ঢুকে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বনদপ্তরের আরও সক্রিয় নজরদারি ও দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে।
  • Link to this news (আজকাল)