• ভোটমুখী বাংলাকে বাজেটে ঢেলে দেবে কেন্দ্র? সাম্প্রতিক অতীত যা বলছে...
    আজ তক | ২৭ জানুয়ারি ২০২৬
  • ২০২৬ সাল নির্বাচনের বছর। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা ভোট। এহেন সময়ে বাজেট (Union Budget 2026) পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এখন প্রশ্ন হল, ভোটমুখী পশ্চিমবঙ্গ কি স্পেশাল কিছু পেতে চলেছে নির্মলা সীতারামনের বাজেটে? বিধানসভা নির্বাচনের একেবারে মুখে কেন্দ্রীয় বাজেট ঘিরে নানা রকম জল্পনা চলছে।

    বিহারকে ঢেলে দেওয়া হয়েছিল গত বাজেটে

    বিজেপি-র কাছে এই সময়টা বেশ তাত্‍পর্যপূর্ণ। এ কথা দ্বিধাহীন ভাবে লেখা যায়, পশ্চিমবঙ্গ বিজেপি-র কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাতে হিমশিম খেতে হচ্ছে। এবং ভারতের ইতিহাসের অতীত বলছে, আর্থিক নীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রাজনীতি। ভোটমুখী রাজ্যের বাজেটে তার প্রতিফলন বারবার দেখা গিয়েছে।  সাম্প্রতিক বছরগুলিতে দেখা যাচ্ছে, একাধিক রাজ্যে ভোট-ন্যারেটিভে অন্যতম জায়গা পেয়েছে কেন্দ্রীয় বাজেট। তার সবচেয়ে বড় ও সাম্প্রতিকতম উদাহরণ বিহার। গতবছর বিহারে বিধানসভা নির্বাচন ছিল। তার আগে বিহারকে একেবারে ঢেলে দিয়েছিল কেন্দ্র। একাধিক বড় ঘোষণা ছিল বিহারের জন্য। 

    পশ্চিমবঙ্গের জন্য এক্সক্লুসিভ হতে পারে

    ২০২৪ সালের জুলাইয়ে বাজেটে পরিকাঠামো ও উন্নয়ন খাতে বিহারের জন্য ৬০ হাজার কোটি টাকার উপর বরাদ্দ ঘোষণা করা হয়। তার মধ্যে ১১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল ছিল বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে।  ২০২৬ সালের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বেশ কিছু বড় ঘোষণা বাজেটে পাওয়ার একটা সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। সেটা স্পেশাল প্যাকেজ না-ও হতে পারে, কিন্তু ভোট-ন্যারেটিভে জায়গা পাওয়ার মতো কিছু ঘটতে পারে। এমন কিছু ঘোষণা, যা পশ্চিমবঙ্গের জন্য এক্সক্লুসিভ হতে পারে। 

    ইতিমধ্যেই একাধিক রেল প্রকল্প পশ্চিমবঙ্গে ঘোষণা করা হয়েছে। অসমেও বিধানসভা নির্বাচন। বন্দে ভারত স্লিপার ট্রেন জুড়ল হাওড়া ও গুয়াহাটিকে। মালদা থেকে সেই ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী রাজ্যগুলিতে কেন্দ্রের বিশেষ ফোকাস দৃশ্যত। 

    রেল প্রকল্পকে ব্যাপক ভাবেই পশ্চিমবঙ্গে প্রজেক্ট করা হচ্ছে

    বস্তুত, বন্দে ভারত স্লিপার থেকে অমৃত ভারত, রেল প্রকল্পকে ব্যাপক ভাবেই পশ্চিমবঙ্গে প্রজেক্ট করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায়, 'অমৃত ভারত স্টেশন স্কিমে পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশন অত্যাধুনিক হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের রেল স্টেশন উন্নয়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।' 

    অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ও বাম শিবিরের অভিযোগ, কেন্দ্র সরকার টাকা দেয় দল দেখে। রাজ্যে বিজেপির সরকার নেই বলেই নাকি বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে ১০০ দিনের কাজ আবাস যোজনা, শিক্ষা ও সামাজিক প্রকল্পের টাকা। এই সব নিয়ে কেন্দ্র-রাজ্যের টানাপোড়েন এখনও চলছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাজেট ২০২৬ যদি বাংলার জন্য ইতিবাচক বার্তা দেয়, তাহলে কেন্দ্র কিছুটা হলেও নিজের ভাবমূর্তি বদলানোর সুযোগ পাবে। আর যদি সেটা না হয়, তাহলে ভোটের আগে সংঘাত আরও বাড়তে পারে। সব মিলিয়ে, আসন্ন বাজেট শুধু অর্থের হিসেব নয়, বাংলার বিধানসভা ভোটে রাজনৈতিক ন্যারেটিভও হতে চলেছে। 

      
  • Link to this news (আজ তক)