• I-PAC তল্লাশি কাণ্ড থেকে SIR, 'দিদি'কে পূর্ণ সমর্থন অখিলেশের, বলছেন...
    আজ তক | ২৭ জানুয়ারি ২০২৬
  • কলকাতায় পা দিয়ে নির্বাচন কমিশন এবং SIR প্রক্রিয়ার বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, 'ভারতীয় জনতা পার্টির SIR ভোট বাড়ানোর জন্য নয়, ভোট কাটার জন্য হচ্ছে।'

    প্রসঙ্গত, পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছেন অখিলেশ। আর শহরের বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ইলেকশনের কমিশনের মতো সাংবিধানিক সংস্থার কাছ থেকে মানুষ নিরপেক্ষতা আশা করেন। কোথাও কোনও অভিযোগ এলে তার তদন্ত করতে হবে। কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে ভোট কাটতে চান তারা। আর ভোট কাটার অদ্ভুত পদ্ধতি নিতে চাইছে তারা। যেখানে বিজেপি হারছে, ওখানে ভোট কাটার কাজ করছে।'

    বাংলা নিয়ে দিলেন বার্তা...
    পশ্চিমবাংলার সংস্কৃতি বিজেপি বোঝে না বলে দাবি করলেন অখিলেশ যাদব। তিনি বলেন, 'ঘৃণা ছড়ানো ও বিভেদ তৈরি করা মানুষেরা জানেন না যে বাংলা কোনও রাজনৈতিক স্থান নয়, এটা সাংস্কৃতিক স্থান। বাংলা সেই জায়গা যেখান থেকে প্রেম এবং মানবতার বার্তা প্রচারিত হয়েছিল। তাই এখানে হিংসার রাজনীতি পরাস্ত হবে।'

    দিদিই জিতবে
    ২০২৬ ভোটে জিতে আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন অখিলেশ। তাঁর কথায়,
    'দিদির কাছে ইডি হেরেছে। পেইনড্রাইভের দুঃখ থেকে এখনও ভারতীয় জনতা পার্টি বেরতে পারেনি। দিদি ইডিকে হারিয়েছেন... আমার মনে হয় বিপক্ষের সঙ্গে, বিশেষত, দিদির কাছে জিততে পারবে না। ভারতীয় জনতা পার্টি হারবে।'

    বিজেপি সম্মানজনক হার চাইছে
    অখিলেশ মনে করেন বিজেপি নিজেও জানে যে তারা পশ্চিমবাংলায় হারবে। কিন্তু সেই হারটা যাতে সম্মানজনক হয়, তার চেষ্টা করছে গেরুয়া শিবির বলে তাঁর মত। তিনি বলেন, 'সম্মানজনক হার হারতে চাইছে বিজেপি। আর ভারতীয় জনতা পার্টি যে হারবে, সেটা সবাই জানেন। তবে তারা সম্মানজনকভাবে হারতে চাইছে। এটাই তাদের লড়াই।'

    মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন আজ
    অখিলেশ যাদব রাজ্যে এসেছেন। তিনি সমাজবাদী পার্টির প্রধান। সেই সঙ্গে বিজেপি বিরোধী মুখের মধ্যে অন্যতম। আর তিনি বাংলায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন বলে আশা করা যায়। মঙ্গলবারই তাঁর সঙ্গে মমতার সাক্ষাৎ হতে পারে বলে জল্পনা চলছে। যদিও এই বিষয়ে মুখ খোলেনি তৃণমূল। এমনকী সমাজবাদী পার্টিও কিছুই খোলসা করেনি।


     
  • Link to this news (আজ তক)