পশ্চিমী ঝঞ্ঝার দাপট, কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানুন আপডেট
আজ তক | ২৭ জানুয়ারি ২০২৬
চারদিনের ছুটি কাটিয়ে আজ কাজে ফিরবে বাংলা। আর এবার কাজে ফেরাটা হবে মোটামুটি গরম নিয়েই। না, সকালের দিকে তেমন একটা উষ্ণতা অনুভব হবে না। যদিও বেলা বাড়লেই গরম লাগবে। গায়ে রাখা যাবে না শীতকাপড়। এমনকী হালকা জামা পরে বাইরে বেরলেও ঘাম হতে পারে।
হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে নতুন করে আর পারদ পতন হবে না। এখন থেকেই শীত বিদায়ের জন্য তৈরি হয়ে যেতে হবে।
তাপমাত্রা বাড়ছে ২ থেকে ৩ ডিগ্রি
সোমবার থেকেই বাড়তে শুরু করেছে শহরের তাপমাত্রা। আর বুধবারের মধ্যে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। যার ফলে শীতের খেলা এবারের মতো শেষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কেন শীত উধাও...
জানুয়ারির প্রথম দিকে ভালই ঠান্ডা উপভোগ করেছে কলকাতা সহ গোটা বাংলা। তবে চলতি মাসের মাঝামাঝি থেকেই বেগরবাই শুরু করে শীত। ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে চারপাশ।
এখন প্রশ্ন হল, ঠিক কেন জানুয়ারিতেই শীত শেষ? এর উত্তরও দিয়েছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। সেগুলির কারণে শীতের খেলা হয়েছে শেষ।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর এবং তার আশপাশে নতুন করে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়া আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৩০ জানুয়ারি, শুক্রবার। ওদিকে আবার দক্ষিণ পাঞ্জাবের উপরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের একটি অক্ষরেখা রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেই জানা যাচ্ছে। আর সেই কারণে বাড়তে শুরু করেছে গরম।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিস জানাচ্ছে, চলতি মাসে দক্ষিণবঙ্গ থেকে মোটামুটি ঠান্ডা উধাও হয়ে যাবে। বিশেষত, বেলা বাড়লেই অনুভব হবে উত্তাপ। যদিও এখনও ভোর এবং রাতের দিকে একটু ঠান্ডা লাগতে পারে।
পাশাপাশি থাকতে পারে কুয়াশার দাপট। বীরভূম, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও কলকাতায় হালকা কুয়াশা থাকতে পারে।
কলকাতার খবর কী?
দক্ষিণবঙ্গের মতো একই হাল কলকাতারও। এখানেও বাড়বে গরম। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। পাশাপাশি কলকাতাতেও ভোরের দিকে কুয়াশা থাকবে। তাই এই সময় সাবধান হন।
উত্তরবঙ্গে কী হবে?
হাওয়া অফিস সূত্রে খবর, এই সপ্তাহে বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা ও আলিপুরদুয়ারে কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। এমনকী দার্জিলিং পাহাড়ের পারদও বৃদ্ধি পাবে।
বৃষ্টির আশঙ্কা আপাতত নেই
যদিও হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে, আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। এই বিষয়ে কোনও নতুন আপডেট এলে জানান হবে।