• আগামীকাল সিঙ্গুর থেকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে একাধিক ‘মৃত’ ভোটার
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের ফিকিরে বাংলায় যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বিজেপির চাপে এই অনৈতিক কাজে লিপ্ত নির্বাচন কমিশন। এমনই অভিযোগ তুলে বহুবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, বাংলার ‘ভোট রক্ষার লড়াই’কে প্রয়োজনে দিল্লি পর্যন্ত টেনে নিয়ে যাবেন তিনি। নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিযান হবে বলেও চেতাবনি দিয়ে রেখেছেন। আগামীকাল, বুধবার হুগলির সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা আছে। সূত্রের খবর, এই সভা শেষে সরাসরি দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী।  লক্ষ্য ‘নির্বাচন সদন’ অভিযান।জীবিত হয়েও কমিশনের খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ বলে দেখানো হয়েছে বহু ভোটারকে। সম্প্রতি বিভিন্ন সভায় এমন ‘ভূত’দের উপস্থিত করে চমকে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরে তাঁর সঙ্গে থাকবেন জীবিত হয়েও ‘ মৃত’ ঘোষিতদের একটি বড় অংশও। এমনই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।এদিকে, মুখ্যমন্ত্রীর আগামীকালের সভা ঘিরে এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা সিঙ্গুরে।  এই সভার দিনই  হুগলির জেলার প্রতিটি ব্লক সদর, প্রতিটি পঞ্চায়েতে সভা হবে। অর্থাৎ হুগলি জেলাজুড়ে কার্যত শতাধিক সভা হবে। মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভাকে কেন্দ্র করে গুচ্ছ গুচ্ছ সভার ওই পরিকল্পনাকে ঘিরে জেলায় তুমুল তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই দিন মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে রাজ্য সরকারের বাড়ি প্রকল্প ‘আমার বাড়ি’র অনুমোদন দেবেন। সেই অনুষ্ঠানকে ঘিরেই পঞ্চায়েতে পঞ্চায়েতে ছোট ছোট উপভোক্তা জমায়েত করা হবে। ওইটি প্রশাসনিক পরিকল্পনা। কিন্তু তাতে জেলাজুড়ে অসংখ্য ছোট ছোট সভা হবে, যা একটি প্রায় বেনজির ঘটনা হবে।
  • Link to this news (বর্তমান)