• লিফটের মধ্যে মহিলার সোনার চেন ছিনতাই, ভোপাল AIIMS-এর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৬
  • লিফটের মধ্যে এক মহিলা কর্মীর গলার মঙ্গলসূত্র এবং নেকলেস ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল। রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপাল AIIMS-এ। সোমবার বিকেলে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতে ঘটনাটি সামনে এসেছে। জানা গিয়েছে, বর্ষা সোনি নামে ওই মহিলা হাসপাতালের গাইনোকোলজি বিভাগের কর্মী। সরকারি হাসপাতালের মধ্যে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

    জানা গিয়েছে, রবিবার তাঁর ডিউটির সময়ে লিফটে চড়ে তিনি হাসপাতালের একতলা থেকে উপরে যাচ্ছিলেন। সেই সময়েই মুখে মাস্ক পরে এক যুবক লিফটে ওঠেন এবং তাঁর সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেন। হাসপাতালের চক্ষু বিভাগ কোথায় তাও জিজ্ঞেস করেন তাঁকে। লিফট চারতলায় পৌঁছয়। লিফটের দরজা খুলতেই ওই বর্ষার গলার মঙ্গলসূত্র-সহ সোনার চেন এবং মুক্তোড় নেকলেস ধরে টানাটানি করতে থাকেন ওই যুবক। সোনার চেনটি ছিঁড়ে নিয়ে যুবক পালিয়ে যান। তাঁর মুক্তোর নেকলেসটি ছিঁড়ে গিয়ে মাটিতে ছড়িয়ে পড়ে।

    এর পরে লিফটের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। অবশেষে এক নিরাপত্তা রক্ষী ওই মহিলাকে দেখে তাঁকে উদ্ধার করেন। তখনই সমস্ত ঘটনা জানা যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্ত ঘটনার কথা জানান তিনি। এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ লিফটের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। তার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।

    বর্ষার অভিযোগ, রবিবার হওয়ার কারণে লিফটের আশেপাশে কিংবা মেনগেটে খুব বেশি সংখ্যক নিরাপত্তা রক্ষী ছিলেন না। সেই সুযোগেই অভিযুক্ত হাসপাতালে ঢুকে এই ঘটনা ঘটিয়েছেন। এর আগে ভোপাল AIIMS-এ এমন ঘটনা কখনও ঘটেনি বলেই দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, হাসপাতালের মধ্যে মহিলা কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

  • Link to this news (এই সময়)