• সড়কপথে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে মৃত্যু চার জনের
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৬
  • মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানে চারজনের মৃত্যু। সোমবার রাতে রাজস্থানের দাউসা জেলায় আলুদা গ্রামে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে গাড়িতে থাকা চার জনের মৃত্যু হয়েছে।

    ঠিক কী ঘটেছিল?

    জানা গিয়েছে গাড়ির চালক-সহ মোট পাঁচজন একটি গাড়িতে চড়ে দ্রুত গতিতে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন। আলুদা গ্রামের কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। অভিযোগ, ধাক্কার পরেও ট্রাক চালক কয়েকশো মিটার পর্যন্ত গাড়িটিকে টেনে নিয়ে যান। দুর্ঘটনায় গাড়িতে থাকা চার জনের মৃত্যু হয়েছে। অন্য এক জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    গুরুতর আহত ওই যুবক পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ গাড়ির মধ্যেই আটকে পড়ে ছিলেন তিনি। সাহায্যের জন্য তিনি চিৎকার করলেও কাউকে আশেপাশে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাপারদা থানার পুলিশ। ক্রেনের সাহায্যে গাড়িটিকে সরিয়ে মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পরে এই এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরে থেকেই ট্রাক চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

    প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গাড়িটির রেজিস্ট্রেশন হরিয়ানায়। মৃতেরা নয়ডার বাসিন্দা। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতদের পরিবারের লোকজনকেও।

  • Link to this news (এই সময়)