আমেরিকার শুল্ক নিয়ে শাসানির মাঝেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই ভারতের। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন ও EU নেতাদের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠকের পর সই হলো এই চুক্তি। যাকে নয়াদিল্লি বলছে ‘মাদার অফ অল ডিলস’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে,‘এই চুক্তি ভারতের ১.৪ বিলিয়ন মানুষ এবং ইউরোপের লক্ষ লক্ষ মানুষের জন্য এক বিশাল দরজা খুলে গেল।’
মঙ্গলবার সকালে গোয়ায় ইন্ডিয়া এনার্জি সপ্তাহের উদ্বোধনী ভাষণ দেওয়ার সময়েই ‘মাদার অফ অল ডিলস’-এর উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি যুগান্তকারী চুক্তি সই হচ্ছে। এই চুক্তিতে যে লেনদেন হবে, তা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ।’ এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।
প্রধানমন্ত্রীর কথায়,‘India-EU মুক্ত বাণিজ্য চুক্তি India-UK বাণিজ্য চুক্তির পরিপূরক। দুই দেশের জন্যও এটি ইতিবাচক পদক্ষেপ। এই চুক্তিটি বিশ্বের দু'টি বৃহত্তম অর্থনীতির মধ্যে সহযোগিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।’ তাঁর মতে, এই চুক্তি ভারতের টেক্সটাইল, রত্ন, গয়না ও চামড়ার জিনিসের ক্ষেত্রে সমৃদ্ধি আনবে।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, চুক্তিতে মোট ২৪টি অধ্যায় রয়েছে। এর মধ্যে যেমন পণ্য, পরিষেবা, বিনিয়োগ সংক্রান্ত বিষয় রয়েছে, তেমনই জায়গা করে নিয়েছে বিনিয়োগ সুরক্ষা, GI-ও (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন)। উল্লেখ্য, চুক্তির ফলে রপ্তানিতে ব্যাপক সুবিধা পাবে নয়াদিল্লি। ইউরোপের দেশগুলিতে বস্ত্র, রাসায়নিক, রত্ন ও গয়না, বৈদ্যুতিক যন্ত্রপাতি, চামড়ার জিনিস, জুতো ইত্যাদি কম শুল্কে বিক্রি করতে পারবেন ভারতীয় ব্যবসায়ীরা। বর্তমানে ভারতীয় পণ্যে গড়ে ৩.৮ শতাংশ শুল্ক দিতে হয়। কিছু ক্ষেত্রে তা ১০ শতাংশ। সেখানে ইউরোপের পণ্যে ভারত গড়ে ৯.৩ শতাংশ শুল্ক বসায়। চুক্তির ফলে উভয় পক্ষের ৯০ শতাংশের বেশি পণ্যে হয় শুল্ক কমাবে, নয়তো পুরোপুরি তুলে নেওয়া হবে।