• প্রজাতন্ত্র দিবসে পতাকা নামাতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু ছাত্রের
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৬
  • সকালে পতাকা তুলে, সন্ধ্যায় সেই পতাকা নামানোর সময়ে মর্মান্তিক দুর্ঘটনা ওডিশায়। তড়িদাহত হয়ে মৃত্যু হলো এক কিশোরের। প্রজাতন্ত্র দিবসে ওডিশার জগতসিংপুর জেলায় ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরের নাম ওমপ্রকাশ দ্বিবেদী। তার বাড়ি ওডিশার কেন্দ্রাপাড়া এলাকায়। স্থানীয় একটি স্কুলের ক্লাস টেনের পড়ুয়া ছিল সে। পড়াশোনার জন্য নিজের বাড়ি ছেড়ে জগতসিংপুরে মামারবাড়িতে থাকত ওমপ্রকাশ।

    পুলিশ জানিয়েছে, সোমবার সকালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কোচিং সেন্টারে পতাকা তুলেছিল ওমপ্রকাশ। লোহার পাইপের মাথায় সেই পতাকা আটকানো হয়েছিল। সোমবার সূর্যাস্তের পরে, সন্ধেবেলায় সেই পতাকা নামাতে গিয়ে বিদ্যুতের শক লাগে ওমপ্রকাশের। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লোহার পাইপে আটকানো পতাকা নামাতে গিয়ে অসাবধানতাবশত পাইপটি বিদ্যুতের হাইটেনশন তারে গিয়ে লাগে। সেই কারণেই শক লাগে ওমের। এই ঘটনায় ওই কোচিং সেন্টারের মালিক অশ্বিনীকুমার নন্দকে আটক করেছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

    এই বিষয়ে কুজাং থানার আধিকারিক বংশীধর প্রধান বলেছেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোচিং সেন্টারের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ছাত্রের পরিবারে।

  • Link to this news (এই সময়)