• ছেলেদের SIR নোটিস, আতঙ্কে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, দাবি পরিবারের
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৬
  • SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ মালদায়। মৃতের নাম শেখ সরিফুল (৬০)। তাঁর নামে ‘শেখ’ রয়েছে। কিন্তু ছেলেদের পরিচয়পত্রে সেই শেখের উল্লেখ নেই। তাই নিয়ে নোটিস পাঠানো হয় তাঁর দুই ছেলেকে। ছেলেদের দাবি, এর পরেই বাবার মনে ভয় হতে থাকে, বাবা-ছেলেদের কি আলাদা হয়ে যেতে হবে? তা থেকেই অসুস্থ হয়ে মৃত্যু বলে দাবি পরিবার, পাড়ার লোকজনের। সোমবার রাতে মালদার মানিকচকের ঘটনা।

    মালদার মানিকচক ব্লকের নূরপুর নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন শেখ সরিফুল। ছেলে আরিফুল বলেন, ‘আমাদের পরিচয়পত্রে বাবার নাম হিসেবে শুধু সরিফুল লেখা আছে। বাবার নাম শেখ সরিফুল। কেন শেখ নেই, তার জন্য আমাদের নোটিস পাঠানো হয়। আজই হিয়ারিং ছিল। কিন্তু বাবা এই নোটিস নিয়ে খুব চিন্তায় ছিলেন। বার বার বলছিলেন, এ বার কি আমাদের আলাদা করে দেওয়া হবে? আশেপাশে অনেকের কাছে অনেক কিছু শুনছিলেনও। তাতেই ভয় পেয়ে যায়। এই আতঙ্কে আচমকা মৃত্যু।’

    গ্রামের বাসিন্দা শেখ সারিকুল জানান, গ্রামে কোনও বাড়িতে চার জনকে নোটিস দেওয়া হয়েছে, কোথাও গোটা পরিবার নোটিস পেয়েছে। একটা শেখের জন্যও নোটিস দিচ্ছে। ছেলেদের নোটিস দেখে লোকটা খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলেন। এর পরেই এই অবস্থা। এই SIR নিয়ে যে কী হচ্ছে বোঝাই যাচ্ছে না। শুধু কিছু লোক ভয় পেয়ে প্রাণ হারাচ্ছেন। এর একটা বিহিত হওয়া দরকার।

  • Link to this news (এই সময়)