• স্টিল টাউনশিপের পরিত্যক্ত আবাসন থেকে মহিলার দগ্ধ পচাগলা দেহ উদ্ধার, খুনের অনুমান পুলিশের
    এই সময় | ২৭ জানুয়ারি ২০২৬
  • এক মহিলার দগ্ধ পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোনের ডি সেক্টর বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ছবি দাস (৫৫)। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে আয়ার কাজ করতেন ছবি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুড়িয়ে খুন করা হয়েছে ওই মহিলাকে। ঘটনায় প্রদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটি পরিতক্ত আবাসনে থাকতেন ছবি। সেই আবাসনেই ছবির সঙ্গে থাকতেন প্রদীপ। জানা গিয়েছে, বিভিন্ন জনের কাছে ছবির বিভিন্ন পরিচয় দিতেন মধ্য বয়স্ক ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের কাছে ছবিকে নিজের স্ত্রী বলে, আবার নিজের ঘনিষ্ঠ মহলে তাঁকে বোন বলে পরিচয় দিতেন। ছবি ও প্রদীপের মধ্যে আসলে কী সম্পর্ক, তা তদন্ত করে দেখছে পুলিশ।

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রদীপ আগে একটি ঠিকাদার সংস্থায় কাজ করতেন। পরে সেই চাকরি ছেড়ে দেন প্রদীপ। ছবির রোজগারেই দু’জনের দিন চলত। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, ছবিকে প্রায়ই মারধর করতেন প্রদীপ।

    মঙ্গলবার সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে এসে ছবির দেহ উদ্ধার করেন। তাঁর দেহের উপরে প্রচুর নুন ছড়ানো ছিলে বলেও দাবি স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। খবর পেয়ে ছবির সহকর্মীরাও হাসপাতাল থেকে আসেন। তাঁরা প্রদীপকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়েন। তাঁকে মারধরও করেন স্থানীয়রা। অবশেষে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে জানিয়েছেন, ছবির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রদীপকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)