• রবিবার মৃত্যু স্বামীর, মঙ্গলে শুনানির লাইনে স্ত্রী
    আজকাল | ২৭ জানুয়ারি ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: এখনও স্বামীর আকস্মিক মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেননি। তাঁর মধ্যেই পৌঁছলো শুনানির নোটিস। সাদা থান পরে শুনানির লাইনে দাঁড়ালেন শোকগ্রস্ত স্ত্রী। এই ঘটনাটি ঘটেছে রিষড়া কেসি সেন রোড এলাকায়। আম্বেদকর সরণীর বাসিন্দা পাপিয়া সাহা রায়, শ্রীরামপুর বিধানসভার ২৭০ নং বুথের ভোটার। গত রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার স্বামী মানব রায়ের। মঙ্গলবার সাদা থানা পরে এসআইআর শুনানিতে হাজির হলেন পাপিয়া সাহা।

    এদিন তিনি বলেন, স্বামীর সঙ্গেই শুনানিতে যাওয়ার কথা ছিল। তবে শোকের জায়গা নেই শুনানির জন্য। বলছেন, 'এই অবস্থাতেও আসতে হল। কারণ, আর অন্য দিন পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়।' সঙ্গেই তিনি বলেন, 'কাজ মিটলে যে শুনানিতে আসব, তা তো হাতে নেই আমার।' এই প্রসঙ্গে তৃনমূল কাউন্সিলর সুখ সাগর মিশ্র বলেন, 'স্বামীর মৃত্যু হয়েছে, তারপরও শুনানিতে আসতে হয়েছে মহিলাকে। আধিকারীকদের কিছুটা দ্রুত কাজ শেষ করার অনুরোধও জানান তিনি। অভিযোগের সুরে তিনি বলেন, 'কমিশন এসআইআর এর নামে চরম হয়রানি করছে মানুষকে।'এই চূড়ান্ত হয়রানির জন্য কমিশনকে ধিক্কার জানান ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা দাস সরকার ও প্রাক্তন কাউন্সিলর শুভজিত সরকারও। বলেন এই হয়রানির প্রতিফলন ঘটবে ভোট বাক্সে। মানুষ এর যোগ্য জবাব দেবে।

    শুনানি নিয়ে সামনে এসেছে আরও এক ঘটনা। বিয়ের দিনেই শুনানির নোটিস। শেষমেশ বিয়ের সাজে শুনানিকেন্দ্রে পৌঁছলেন বর।  ডায়মন্ড হারবার বিধানসভার ২৬২ নম্বর বুথে এমন দৃশ্যের সাক্ষী থাকলেন স্থানীয় মানুষজন। 

     
  • Link to this news (আজকাল)