• আনন্দপুরে সারাদিন আগুন জ্বলল, মৃত্যু মিছিল, সুজিত-রণবীররা কোথায় ছিলেন? যা জানা গেল...
    আজ তক | ২৭ জানুয়ারি ২০২৬
  • আনন্দপুরের খাবারের গুদামে আগুন লেগেছিল ২৬ তারিখ, অর্থাৎ সোমবার ভোররাতে। তারপর মাঝে কেটে গিয়েছে একদিন। উদ্ধার হয়েছে ১০-এর বেশি দগ্ধ দেহ। পাশাপাশি ২০ জনের বেশি নিখোঁজ। তারপর আজ মঙ্গলবার, ২৭ জানুয়ারি ঘটনাস্থলে গেলেন দমকলমন্ত্রী সুজিত বসু। শুধু তাই নয়, সুজিতের মতোই একদিন পর অকুস্থল পরিদর্শনে হাজির হলেন দমকলের ডিজি রণবীর কুমার। আর তাঁদের এই বিলম্বিত গমন নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। 

    কেন এত দেরিতে গেলেন সুজিত?
    এই প্রশ্নের উত্তরও দিয়েছেন দমকলমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, সোমবার ছিল প্রজাতন্ত্র দিবস। তাই তিনি ব্যস্ত ছিলেন। তাঁর অনেক কর্মসূচি ছিল।

    কখন গেলেন সেখানে?
    মঙ্গলবার সকাল ১১টা নাগাদ জতুগৃহ পরিদর্শনে যান সুজিত। সেখানে গিয়ে তিনি দমকলের ডিজির সঙ্গে কথা বলেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, 'অনেক রাতে আগুন ধরে। ৩৫ হাজার স্কোয়্যার ফিটের মতো এলাকা। এখানে মোমো তৈরির কারখানা ছিল। পাশাপাশি ছিল একটি ডেকরেটার্সের গোডাউন।'

    পাশাপাশি তিনি দাবি করেন যে আগুন লাগার পরই সেখানে পৌঁছে যায় দমকল। ১২টি ইঞ্জিন পৌঁছে যায় সেখানে। দ্রুত গতিতে শুরু হয়ে যায় আগুন নেভানোর কাজ। তারপরই আগুন নিয়ন্ত্রণে আসে। 

    প্রচুর দাহ্য পদার্থ ছিল
    আগুনের ভয়াবহতা বাড়ার পিছনে দাহ্য পদার্থের হাত রয়েছে বলে মনে করেন সুজিত। তিনি বলেন, 'এখানে একাধিক গাড়ি এখনও রাখা রয়েছে। প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। রাত তিনটেয় আমার কাছে প্রথম খবর আসে।'

    ফায়ার অডিট কী হয়নি? 
    এত বড় আগুন লেগে যাওয়ার পরই আবার প্রশ্নের মুখে উঠে এসেছে দমকল। সকলের প্রশ্ন, ফায়ার অডিট কী হয়নি? আর সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন দমকলমন্ত্রী। তিনি জানিয়েছেন, ডিজির সঙ্গে এই বিষয়টা নিয়ে তাঁর কথা হয়েছে। এখানে ফায়ার অডিট হয়েছে কি না, সেটা দেখার জন্য হবে তদন্ত। 

    ডিজি কী জানালেন? 
    এখানে আইন ভাঙা হয়েছে বলে দাবি করেন দমকলের ডিজি। তাঁর কথায়, 'এটা বলতেই পারি যে কারখানাটিতে দমকলের কোনও অনুমতি ছিল না। আইন ভাঙা হয়েছে। তাই ব্যবস্থা নেওয়া হবে আইন মেনেই।'

    পাশাপাশি তাঁর দাবি, আগেই এগুলির দিকে নজর দেওয়া উচিত ছিল। কিন্তু কোনও কারণে বাদ পড়েছে। যদিও ইতিমধ্যেই এই আগুন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন।

     
  • Link to this news (আজ তক)