• আড়াই ঘণ্টা ট্রেন লেট, ছাত্রীকে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলকে
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
  • লখনউ, ২৭ জানুয়ারি: হার না মানা মনোভাব। ভারতীয় রেলকে রীতিমতো নাকানি চোবনি খাওয়ালেন এক ছাত্রী। সাত বছরের দীর্ঘ আইনি লড়াই পরে রীতিমতো জয় ছিনিয়ে নিলেন তিনি। ভারতীয় রেলকে ক্ষতিপূরণ বাবদ গুণতে হবে ৯ লক্ষ টাকা। এমনই নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের বস্তি জেলার ক্রেতা সুরক্ষা কমিশন। কিন্তু কেন?২০১৮ সাল। লখনউয়ের পিজি কলেজের বিএসসি প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য ইন্টারসিটি সুপারফাষ্ট এক্সপ্রেস ধরেন সমৃদ্ধি নামে বস্তি জেলার এক ছাত্রী। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়লেও কোনও কারণে মাঝ পথে সেটি দাঁড়িয়ে যায়। ফলে ট্রেন গন্তব্যে পৌঁছোয় প্রায় আড়াই ঘণ্টা পরে। সেই কারণে নষ্ট হয় সমৃদ্ধির দীর্ঘ এক বছরের পরীক্ষা প্রস্তুতি। সঙ্গে একটি সম্পূর্ণ শিক্ষাবর্ষ রসাতলে যায় তাঁর। এরপরেই ক্ষুব্ধ ছাত্রী বিহিত চেয়ে দারস্থ হন ক্রেতা সুরক্ষা কমিশনে। রেল মন্ত্রকের কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি। দীর্ঘ সাত বছর ধরে চলে এই আইনি লড়াই। শেষে কমিশন রায় দেয়, সময়মতো পরিষেবা দেওয়া রেলের দায়িত্ব। কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উভয় পক্ষের বক্তব্যের নিরিখে ওই ছাত্রীকে ১২ শতাংশ সুদ সহ ৯ লক্ষ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলকে নির্দেশ দিয়েছে কমিশন। ৪৫ দিনের মধ্যে এই টাকা মিটিয়ে দিতে হবে রেলকে।  
  • Link to this news (বর্তমান)