সিঙ্গুরের সভার আগের দিন শিল্প-বার্তা মুখ্যমন্ত্রীর
বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিঙ্গুরের সভার আগের দিন শিল্প-বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে তিনি বলেন, ‘যাঁরা বলছেন বাংলা থেকে শিল্প চলে যাচ্ছে, তাঁরা ভুল বলছেন। হাওড়া থেকে দুর্গাপুর যান। রাস্তার দুই ধারে দেখবেন কী কী কাজ হয়েছে। কত শিল্প সংস্থা এসেছে।’রাজ্যে বিনিয়োগকারীদের সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাদের কোনও সমস্যা হলে মুখ্যসচিব আছেন। এছাড়া শিল্পসচিব আছেন। হিডকো আছে। আমিও আছি।’তৃণমূল সরকারের আমলে এরাজ্যে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘একবার পুরুলিয়ার দিকে চেয়ে দেখুন। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে।’রাজ্যে কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে বলেও এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি তাঁর বার্তা, ‘আপনারা ফিরে আসুন।’