• নাজিরাবাদে ফরেন্সিক দল, জোড়া এফআইআর পুলিশের
    বর্তমান | ২৭ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগুন লেগেছিল রবিবার রাত ৩টে নাগাদ। এর পরে কেটে গিয়েছে ২৪ ঘণ্টার বেশি। মঙ্গলবার দুপুরেও ধিকিধিকি আগুন জ্বলতে দেখা যায় নাজিরাবাদের মৃত্যুপুরীতে। চারিদিকে ধোঁয়া আর পোড়া গন্ধ। যুদ্ধকালীন তৎপরতায় ‘পকেট ফায়ার’ নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।সময় যত বাড়ছে, ততই বাড়ছে উদ্বিগ্ন মানুষের ভিড়। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। সঠিক সংখ্যা নির্দিষ্ট করে জানতে পারেনি প্রশাসন। তবে তিনজনের দেহাংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও বেসরকারি মতে, মৃতের সংখ্যা অন্তত আট। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় স্পষ্ট নয়। একমাত্র ডিএনএ পরীক্ষার পরে মৃতদের শনাক্ত করা সম্ভব হবে। থানায় আটজনের নিখোঁজের তথ্য রুজু হয়েছে।নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে দু’টি এফআইআর দায়ের করেছে পুলিশ। আজ সকালে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এদিন ঘটনাস্থলে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। নমুনা সংগ্রহ করে নিয়ে যান তাঁরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে সন্ধ্যায় সেখানে ছুটে যান আর একমন্ত্রী ফিরহাদ হাকিম।রবিবার রাত তিনটে নাগাদ কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুর থানার নাজিরাবাদের একটি ডেকোরেটরের গোডাউনে প্রথমে আগুন লাগে। পাশেই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাউন। সেখানও ছড়িয়ে পড়ে আগুন। জানা গিয়েছে, সে সময় কয়েকজন কর্মী গোডাউনের মধ্যে ছিলেন।
  • Link to this news (বর্তমান)