• সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির নজির, পিজিতে ৫৫টি সফল অস্ত্রোপচার
    দৈনিক স্টেটসম্যান | ২৭ জানুয়ারি ২০২৬
  • হাসপাতালের জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও ইউরোলজি বিভাগের মোট ছ’জন প্রশিক্ষিত চিকিৎসক রোবোটিক সার্জারির অনুমতি পেয়েছেন। তাঁদের হাত ধরেই এই অপারেশনগুলি সম্পন্ন হয়েছে।এর মধ্যে ৫৩টি অস্ত্রোপচার হয়েছে পিজি হাসপাতালে এবং বাকি দু’টি হয়েছে পিজির বাজেট হাসপাতাল ‘অনন্য’-তে। গত বছরের শেষার্ধে এই পরিষেবা শুরু হয়।

    রোবোটিক সার্জারি টিমের অন্যতম সদস্য বিশিষ্ট সার্জন ডা. দীপ্তেন্দ্রকুমার সরকার জানিয়েছেন, এই পদ্ধতিতে অপারেশন অনেক বেশি নির্ভুল হয়।অস্ত্রোপচারের সময় যেমন কম লাগে, তেমনই রক্তপাতও তুলনামূলকভাবে অনেক কম হয়। ক্যান্সারের বড় সার্জারি বাদ দিলে, প্রায় সব ক্ষেত্রেই রোগীরা ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পেরেছেন।

    রোবোটিক পদ্ধতিতে গলব্লাডার স্টোন, সাধারণ ও হায়াটাল হার্নিয়া, কোলন ও রেকটাল ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, কিডনি অপসারণ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সম্পূর্ণ জরায়ু বাদ দেওয়া-সহ একাধিক জটিল অপারেশন সম্পন্ন করা হয়েছে চিকিৎসকদের মতে, এই ধরনের অপারেশন শহরের প্রথম সারির কর্পোরেট হাসপাতালে করাতে খরচ পড়ত ২ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। অথচ পিজিতে অধিকাংশ ক্ষেত্রেই এই পরিষেবা পাওয়া গিয়েছে বিনামূল্যে।

    উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের রোবোটিক যন্ত্রাংশ পিজিতে আসে। অপারেশন থিয়েটার নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে গোটা প্রকল্পে ব্যয় হয়েছে ৮ কোটিরও বেশি টাকা। ২৩ সেপ্টেম্বর পিজিতে প্রথম রোবোটিক সার্জারি করা হয়, যা সফল হওয়ার পর থেকেই সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির নতুন দিগন্ত খুলে গিয়েছে বলে মনে করছেন চিকিৎসকমহল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)