নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : অ্যাসিড বিক্রির জন্য নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে। অভিযোগ, সবটাই রয়ে গিয়েছে খাতায় কলমে। এই প্রেক্ষাপটে অ্যাসিড হামলা নিয়ে কড়া মনোভাব দেখাল সুপ্রিম কোর্ট। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে সর্বোচ্চ আদালত জানতে চেয়েছে, কোন বছরে এমন কতগুলি ঘটনা ঘটছে এবং তার বিচার প্রক্রিয়া কোন স্তরে আছে। সেইসঙ্গে আক্রান্তদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই তথ্যও জানাতে হবে সরকারকে। এজন্য চার সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।এর মধ্যে সামনে এল আরও একটি অ্যাসিড হামলার ঘটনা। ঘুমন্ত অবস্থায় হামলার শিকার বিহারের মতিহারির এক কলেজ ছাত্রী। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ছাত্রীকে একাধিকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল এক যুবক। কিন্তু তাতে রাজি হননি তরুণী। তারই প্রতিশোধ নিতে এই আক্রমণের ঘটনা। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।অ্যাসিড হামলায় আক্রান্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও অন্যান্য সাহায্যের পক্ষে সওয়াল করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারী নিজেও একজন অ্যাসিড আক্রান্ত। ‘প্রতিবন্ধী ব্যক্তি’র সংজ্ঞা আরও ব্যাপ্ত করে অ্যাসিড হামলায় প্রাণের ঝুঁকির সম্মুখীন ব্যক্তিদের তাতে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। অন্য দুই সদস্য হলেন বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি জয়মাল্য বাগচি।