নয়াদিল্লি, ২৭ জানুয়ারি: দেড় যুগ ধরে চলা টানাপড়েনের অবসান। অবশেষে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যাকে ‘মাদার অব অল ট্রেড ডিলস’ আখ্যা দিয়েছেন ইইউ-র প্রধান উরসুলা ভন ডার লিয়েন। মঙ্গলবার নয়াদিল্লিতে স্বাক্ষরিত এই চুক্তি ঘিরে উচ্ছ্বসিত শিল্প মহল। তাদের বক্তব্য, এর ফলে ভবিষ্যতে ইইউ’র অন্তর্গত ২৭টি দেশের বাজার উন্মুক্ত হবে ভারতীয় পণ্যের জন্য। পাশাপাশি এদেশেও বহু ইউরোপীয় পণ্য সস্তা হবে। যার মধ্যে অন্যতম হল একাধিক জীবনদায়ী ওষুধ। এছাড়াও তালিকায় আছে বিলাসবহুল গাড়ি এবং পানীয়।অত্যাধুনিক স্বাস্থ্য প্রযুক্তির জন্য ইউরোপ সুপরিচিত। মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ভারতে ক্যান্সার এবং অন্যান্য জটিল রোগের ওষুধ আমদানির ক্ষেত্রে শুল্কের বোঝা কমবে। ফলে এগুলির দাম সস্তা হবে। পাশাপাশি ইউরোপ থেকে ভারতে আমদানি করা চিকিৎসা সরঞ্জামের দামও কমবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তির ফলে লাভবান হবে ভারতীয় ওষুধ ক্ষেত্র। কারণ, ২৭টি ইউরোপীয় দেশের বাজারে নিজেদের পায়ের জমি শক্ত করার সুযোগ পাবে তারা।শিল্প মহলের মতে, দ্বিপাক্ষিক এই বাণিজ্য চুক্তির ফলে ভবিষ্যতে ভারতে মার্সিডিজ, বিএমডব্লিউ, অডির মতো বিলাসবহুল গাড়ির দাম কমার সম্ভাবনা। এই সমস্ত গাড়ি আমদানিতে বর্তমানে ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করা হয়। নয়া চুক্তি কার্যকর হলে ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষ টাকার বেশি দামের গাড়ির উপর শুল্ক কমে দাঁড়াবে ৪০ শতাংশ। ভবিষ্যতে আরও কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবও আছে। এছাড়া এখন ইউরোপ থেকে আমদানি করা ওয়াইনের উপর ১৫০ শতাংশ শুল্ক চাপায় নয়াদিল্লি। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী তাও এক ধাক্কায় অনেকটা কমবে।