রাঁচি: ইউনিফর্ম পরে রিলস শ্যুট! বিতর্কে ঝাড়খণ্ডের পালামৌ জেলার হুসাইনাবাদ থানার ইনচার্জ ইনস্পেক্টর সোনু চৌধুরী। অভিযোগ, থানার ভিতর ইউনিফর্ম পরে স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক রিল বানান তিনি। তা সামাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, ইনস্পেক্টর সোনু নাচছেন এবং নিজের পুলিশ ক্যাপ স্ত্রীর মাথায় পরিয়ে দিচ্ছেন। হুসাইনাবাদ সাব-ডিভিশনের পুলিশ আধিকারিক (এসডিপিও) মোহাম্মদ ইয়াকুব গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, থানার মতো সংবেদনশীল ও সরকারি জায়গায় এই ধরনের ব্যক্তিগত ভিডিও করা নিয়মসঙ্গত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, পুলিশ ইউনিফর্ম ব্যবহারের নীতিমালা ভঙ্গ হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। পুলিশ সুপার রিশমা রামেশান স্পষ্ট জানিয়েছেন, তদন্তে যদি নিয়মভঙ্গ বা শৃঙ্খলাভঙ্গের প্রমাণ মেলে, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।